

শাহজাদপুর সংবাদ ডটকম : বাংলা ভাষা সাহিত্য ও সঙ্গীতের ভুবনকে বহুমাত্রিক অবদানে সমৃদ্ধ করা মহামানবের ৭৩তম প্রয়াণ দিবস আজ বাইশে শ্রাবণ। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে পৃথিবী থেকে চিরপ্রস্থান গ্রহণ করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অতুলনীয় প্রতিভায় বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদায় আসীন করেছিলেন। ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। আধুনিক বাঙালির রুচির নির্মাতা হিসেবে মনে করা হয় তাঁকে। কাব্য, সংগীত, প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প, ভ্রমণকাহিনি, শিশুতোষ রচনাসহ সাহিত্যের শাখা তাঁর প্রতিভাস্পর্শে স্বর্ণময় উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁর এসব কালজয়ী রচনা মানবতার জয়গানে চিরভাস্বর হয়ে আছে। চারুশিল্পেও তিনি যোগ করেছিলেন নতুনতর মাত্রা। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করা রবীন্দ্রনাথ ঠাকুর নিজ কর্মের মাধ্যমে সূচনা করে গেছেন একটি কালের। একটি সংস্কৃতির। কৈশোর পেরোনোর আগেই বাংলা সাহিত্যের দিগন্ত বদলে দিতে শুরু করেন তিনি। তাঁর পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে বাঙালীর শিল্প-সাহিত্য। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসঙ্কলন প্রকাশিত হয়েছে। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সঙ্কলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য- ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা। রবীন্দ্রনাথের গদ্যও কাব্যিক। ভারতের ধ্রুপদ ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তাঁর রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথের গান বাংলা সঙ্গীত ভারতকে দারুণভাবে সমৃদ্ধ করেছে। আজকের বদলে যাওয়া সময়েও বিপুল ঐশ্বর্য নিয়ে টিকে আছে রবীন্দ্রসঙ্গীত। এর আবেদন যেন কোন দিন ফুরোবার নয়। বরং যত দিন যাচ্ছে ততই রবীন্দ্রসঙ্গীতের বাণী ও সুরের ইন্দ্রজালে নিজেকে জড়িয়ে নিচ্ছে বাঙালী। তাঁদের আবেগ অনুভূতি কবিগুরুর গানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় সঙ্গীতেরও রচয়িতা তিনি। সৃজন ও মননশীলতার পাশাপাশি সমাজ সংস্কার, শিক্ষাবিস্তার, কৃষি উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। বিশেষত এই বাংলায় শাহজাদপুর ও নওগাঁর পতিসরে তিনি কৃষকদের কল্যাণে ক্ষুদ্রঋণব্যবস্থা প্রবর্তন করেছিলেন। অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন কর্ম ও জীবনাদর্শে।কবিগুরুর শারীরিক উপস্থিতি না থাকলেও বাঙালির চিন্তা-চেতনা ও মানসে তিনি প্রতিমুহূর্তেই নিবিড়ভাবে জড়িয়ে আছেন। আজও বাঙালি তার আনন্দ, উৎসব, বেদনা, বিষণ্নতায় রবীন্দ্রনাথের অজস্র বিচিত্র রচনায় খুঁজে পায় আপনাপন হৃদয়ানুভূতি। সেখান থেকে লাভ করে সংকট উত্তরণের সাহস, এগিয়ে যাওয়ার প্রেরণা, মঙ্গলকাজে আত্মনিয়োগের উদ্দীপনা, দুঃখের সান্ত্বনা। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।/ সকল খেলায় করব খেলা এই আমি- আহা,/ নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,/ আসব যাব চিরদিনের সেই আমি। ৭৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বুধবার কবিগুরুকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করবে সারা বিশ্বের বাঙালী।
সম্পর্কিত সংবাদ

জাতীয়
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.) শাহ হাবিবুল্লাহ (রহ.) মাজারে ভক্তদের ভীড়
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহজা...

শাহজাদপুর
রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি...

জাতীয়
বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস
“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

পড়াশোনা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ
অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

সিরাজগঞ্জ জেলার সংবাদ
শহীদ এম মনসুর আলী মেডিকেল ল্যাবে ভাইরাস করোনা পরীক্ষা বন্ধ
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুমিত্র বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত হাসপাতালের ল্যাব...

শাহজাদপুর
বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ রবিবার (২৩ মে) সকালে শাহজাদপুর মুক্তিযোদ্ধা...