১৯৭১ সালের ১৭ নভেম্বর এই দিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়ইতলা গ্রামে বর্বর পাকবাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার হয়েছিলেন শতাধিক এলাকাবাসী। এদিন বড়ইতলা গ্রামের নারীসহ ১০৪ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। সেই সাথেসস্ত্রম হারিয়েছিলেন ২ গৃহবধূ। পাকবাহিনীর একটি দল আগুনে জ্বালিয় দিয়েছিল পুরো গ্রাম। মুক্তিযুদ্ধকালীন ১৬ নভেম্বর রাতে বিপুলসংখ্য মুক্তিযোদ্ধা ওই গ্রমের ইব্রাহীম আলীর বাড়ীতে আশ্রয় নেয়। রাতেই এ গ্রামের এক রাজাকারের মাধ্যমে সংবাদটি পৌঁছে যায় পাকহানাদারদের কাছে। ভোর হতে না হতেই পাকিস্তানি বাহিনী গ্রামের পশ্চিম দিকে অবস্থান নেয়। এ সময় পাহারারত ২ মুক্তিযোদ্ধার হাতে ৩ হানাদার আহত হলে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে তারা। এ অবস্থায় অপ্রস্তÍত মুক্তিযোদ্ধারা গ্রামের পূর্বপ্রান্তের একটি নালার মধ্যে অবস্থান নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হানাদার বাহিনীর একটি অংশ গ্রামের কতিপয় রাজাকারের সহায়তায় পুরো গ্রামে হামলা চালায়। মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অভিযোগে সন্দেহভাজন ২৭ ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে জড়ো করে রাখা হয় গ্রামের ঠাকুরপাড়া এলাকায়। এদিকে খবর পেয়ে এ অঞ্চলের কুড়ালিয়া, চিলগাছা, বাঐখোলা, গজারিয়া, হরিণাবাগবাটি গ্রামের শত শত মুক্তিযোদ্ধা এসে যোগ দেন পাকহানাদারদের প্রতিরোধে। বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে বিরামহীন যুদ্ধ। এ যুদ্ধে সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বিপুলসংখ্যক হ্যান্ডগ্রেনেড ব্যবহৃত হয়। এক পর্যায়ে বর্বর পাক হানাদাররা পিছু হটে। যাওয়ার সময় আটক ২৭ গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। এতে ২৬ জন নিরহী গ্রামবাসী নিহত হয়। এ গ্রামের ইউপি সদস্য আফসার আলী লাশের স্তূপের মধ্যে নিশ্চুপ পড়ে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যায়। সেই দিনের ভয়াল স্মৃতি নিয়ে আজও সে বেঁচে আছে। এ যুদ্ধে ঘটনারস্থলে বীর মুক্তিযোদ্ধা তারাকান্দি গ্রামের রবিলাল দাস, দোয়েল গ্রামের সোহরাব হোসেন, চরআদিত্যপুর গ্রামের আব্দুর রাজ্জাক, চরকাজিপুর গ্রামের চাঁন মিয়া, উত্তর তেকানী গ্রামের আব্দুল মজিদ সরকার, পশ্চিম খুকশিয়া গ্রামের শাহজামাল, মাথাইল চাপড় গ্রামের সুজাবত আলী, মিরারপাড়া গ্রামের সোহরাব হোসেন, সোলায়মান হোসেন, কাচিহারা গ্রামের আব্দুস ছামাদ, চরচ্ছিান্না গ্রামের জমসের আলী, চরগিরিশ গ্রামের দেলসাদ আলী, সিংড়াবাড়ী গ্রামের ইজ্জত আলী ও নাম না জানা গ্রামের আব্দুল আজিজ নিহত হয়। এ যুদ্ধে ৬ জন পাকসেনা নিহত হয়।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...