


শাহজাদপুর সংবাদ ডট কমঃ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল লাল মিয়া। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার জন্মজয়ন্তী উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে রোববার ভোরে শিল্পীর বাসভবনে কোরআনখানি, সকাল সাড়ে ৮টায় শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হবে। এছাড়া মিলাদ মাহফিল, বাসভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। ভিন্ন বৈশিষ্ট্যের ছবি এঁকে স্বশিক্ষিত সুলতান সারা বিশ্বে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন। একমাত্র তিনিই প্রথম এশিয়ান, যার অাঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। জীবন-জীবিকার যুদ্ধে অবতীর্ণ খেটে খাওয়া মানুষগুলোর স্থূল পেশিবহুল অবয়ব বার বার উঠে এসেছে তার তুলির অাঁচড়ে, যা ছিল সুলতানের চিত্রকলার মৌলিক দিক। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবমুক্ত নিজ স্বকীয়তায় সমৃদ্ধ। দেশীয় কৃষ্টি আর ঐতিহ্যে লালিত সম্পূর্ণ ব্যতিক্রমী এ চিত্রকর্ম দিয়েই তিনি দেশের গন্ডি পেরিয়ে সমাদৃত হয়েছেন বিশ্বব্যাপী। শিল্পীর মৃত্যুর পর তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সুলতানের বসতবাড়ি সংলগ্ন দুই একর ৫৭ শতক জমিতে নির্মাণ করা হয়েছে শিশুস্বর্গ ও 'সুলতান স্মৃতি সংগ্রহশালা'। এতে শিল্পী সুলতানের অাঁকা ছবি, ব্যবহার সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র স্থান পেয়েছে। রয়েছে শিল্পীর অাঁকা বেশ কিছু দুর্লভ ছবি ও ব্যবহার্য জিনিসপত্র। তবে প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে তার অনেক দুর্লভ ছবি।জীবদ্দশায় দেশে সুলতানের চিত্রকর্মের চারটি সম্মিলিত ও দুটি একক প্রদর্শনী হয়। বিদেশে তার চিত্রকর্মের একক প্রদর্শনী হয় ২০টিরও বেশি। তার অাঁকা শেষ পূর্ণাঙ্গ চিত্রকর্ম 'সুখী পরিবার' এবং অসমাপ্ত ছয়টি ছবির মধ্যে অন্যতম ৩৬ ফুট দীর্ঘ মানব সভ্যতার ক্রমবিকাশ। চিত্রকর্মের জন্য অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সুলতান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো_ ১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক 'ম্যান অব দ্য ইয়ার', ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আর্টিস্ট ইন রেসিডেন্স, ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

জাতীয়
বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস
“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

তথ্য-প্রযুক্তি
ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে দুটি নতুন প্রাইভেসি ফিচার চালু করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে...

বিনোদন
মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল: কুমার বিশ্বজিৎ

আন্তর্জাতিক
এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার আক্রান্ত হওয়ার...

জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...