বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধিঃ  শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে এ বছর কোরবানি উপলক্ষে ৪২ হাজার ষাড় গরু প্রস্তুত করা হয়েছে। বন্যার কারণে বাজারে খইল,ভূষি সহ দানাদার গো-খাদ্যের দাম বেড়ে গেলেও সে অনুপাতে গরুর দাম বাড়েনি। আবার বন্যার কারণে কোরবানির গরুর চাহিদাও কম। তাই ক্রেতার অভাবে দীর্ঘ ১ বছর ধরে অতি যত্নে পালিত কোরবানির গরু বিক্রি নিয়ে শাহজাদপুরের কৃষকরা চরম বিপাকে পড়েছে। অপর দিকে অধিকাংশ কোরবানির গরু পালনকারী কৃষকের বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় তাদের সাধের কোনবানির গরু পানির দরে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এতে কৃষকরা চরম লোকসানে পড়ে দিশেহারা হয়ে পড়েছে। কৈজুরী ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামের ইব্রাহিম, বাবু, চরগুদিবাড়ি গ্রামের জুলমত আলী, আইনুল, সরদ আলী, কেয়াম সরকার ও উল্টাডাব গ্রামের আজিজুল হক জনান,প্রতি বছর তারা ২ থেকে ১৫টা করে ষাড় গরু কোরবানি উপলক্ষে প্রস্তুত করে থাকেন। ঈদুল আজাহার ১ মাস আগে থেকে তাদের এ সব গরু কেনার জন্য বেপারিরা বাড়িতে এসে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু এ বছর বন্যার কারণে এখনও পর্যন্ত কোন বেপারী পত্র বাড়িতে আসেনি। উল্টো তারাই বেপারীদের কাছে ধরর্ণা দিলে বেপারীরা বাজার দরের চেয়েও অনেক কম দাম বলায় তারা এখনও তা বিক্রি করতে পারছেনা। তারা আরো জানায় বেপারীরা তাদের এ সব গরু কিনে ট্রাক ও ট্রলারে করে ঢাকা ও চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলা শহরের হাটে নিয়ে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হয়। কিন্তু বন্যার কারণে ক্রেতাদের মধ্যে তেমন চাহিদা না থাকায় বেপারীরাও আসছেনা। তাই তাদের কোরবানির গরু নিয়ে তারা চরম বিপাকে পরেছে। অনেকে হাউমাউ করে কেঁদে জানিয়েছেন, শাহজাদপুরের দেশী জাতের ষাড় গরু অতি যত্নে লালন পালন করা হয়। এ সব গরুতে কোন রকম স্টেরোয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করা হয়না। তাই বাজারে এখানকার কোরবানির গরুর ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বন্যার কারণে এ বছর এখনও কোন ক্রেতা না আসায় তারা এই বিপাকে পড়েছে। ফলে তারা এ বছর তাদের গৃহপালিত কোরবানির গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায়ও পড়েছে। তারা বলছে বন্যার কারণে এ বছর কোরবানির গরুর ক্রেতার অভাব দেখা দিয়েছে। ফলে তারা চরম লোকসানের মুখে পড়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, বন্যার কারণে গো-খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে সত্য। এ কারণে কৃষকদের কোরবানির গরুতে আশানুরূপ লাভ না হলেও তেমন একটা লোকসান হবেনা। তিনি আরো বলেন, শাহজাদপুর উপজেলায় কোরবানির গরুর চাহিদা ১৩ হাজার। বাকিটা ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে থাকে। তাই এখনও হাতে বেশ সময় আছে। তাই কৃষকদের এ ব্যাপারে শংকিত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পড়াশোনা

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...

বেলকুচিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত

রাজনীতি

বেলকুচিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দ...