শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

শাহজাদপুর প্রতিনিধিঃ চলতি বাজেটে যান্ত্রিক ও অটো তাঁতের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় পাবনা-সিরাজগঞ্জের তাঁত শিল্প ধ্বংসের মুখে পড়েছে। অতিরিক্ত অর্থের যোগান দিতে না পারায় তাঁত মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। উচ্চমাত্রার এই ভ্যাট প্রত্যাহারের দাবীতে আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া সাউদিয়া টেক্সটাইল মিলে তাঁতীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে তারা চলতি অর্থ বছরে তাঁতশিল্পের ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। সিরাজগঞ্জ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ এসোসিয়েশন আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্পেশালাইজড্ টেক্সটাইল মিল এন্ড পাওয়ারলুম এ্যাসেসিয়েশনের পরিচালক ও সিরাজগঞ্জ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হায়দার আলী, হাজী আব্দুর রউফ বুলবুল, হাজী আব্দুর রাজ্জাক রাজা, হাজী মোঃ নজরুল ইসলাম, হাজী আফতাফ উদ্দীন,হাজী আজাহার আলী,মোঃ আবু তালহা,হাজী নুরুল ইসলাম, হাজী ইউনুস আলী, মোঃ রহমত উল্লাহ প্রমূখ । অবিলম্বে তারা জাতীয় সংসদে পাওয়ারলুমের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট আগামী ৩০ জুনের মধ্যে প্রত্যাহার করার দাবী জানান। তাদের এ দাবী অবিলম্বে পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচী শুরু করবে বলে ঘোষনা দিয়েছে। সিরাজগঞ্জ হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হায়দার আলী জানান, দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু পাবনা ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর সহ ১৭টি উপজেলার উৎপাদিত তাঁতবস্ত্র দেশের তাঁতবস্ত্রের সিংহভাগ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে। তাঁতশিল্প সমমৃদ্ধ এ জনপদের ৭০ শতাংশ মানুষ তাঁতশিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নীর্ভরশীল। বর্তমানে সুতার মূল্য বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব,মূলধনের স্বল্পতাসহ বহুমুখী সমস্যায় তারা এমনিতেই বিপর্যস্থ। এর পরে চলতি অর্থবছরে পাওয়ারলুমের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরপ করায় এ অঞ্চলের তাঁতশিল্প নতুন করে হুমকির মুখে পড়েছে। তিনি আরো বলেন, তাঁতশিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে আলোচনা না করেই জাতীয় সংসদে এ ধরনের বিল উত্থাপন করা হয়েছে। ফলে এ অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক তাঁতীরা মহা বিপাকে পড়েছে। তারা বলেন,১ শতাংশ ভ্যাটও যদি তাঁতশিল্পের ওপর আরোপ হয়, তাহলেও এ শিল্পটি ধ্বংসের মুখে পড়বে। এই ভ্যাট আরোপ করা হলে তাঁতসমৃদ্ধ এ অঞ্চলের সকল ক্ষুদ্র তাঁত কারখানা বন্ধ হয়ে যাবে। ফলে লক্ষ লক্ষ তাঁতী ও শ্রমিক বেকার হয়ে পড়বে। সৃষ্টি হবে শ্রমিক অসন্তোষ। বিদেশী কাপড়ে বাজার সয়লাব হয়ে যাবে।এর প্রভাবে দেশীয় তাঁতশিল্প ধ্বংস হয়ে যাবে। এজন্য পাওয়ারলুমের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে তাঁতী রক্ষার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

শাহজাদপুর

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

জাতীয়

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

অপরাধ

এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের এনায়েতপুরে সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাককে (৫৬)...

জুয়েলকে আহবায়ক করে শাহজাদপুরে উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি

রাজনীতি

জুয়েলকে আহবায়ক করে শাহজাদপুরে উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি

দীর্ঘ প্রায় ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২আগষ্ট) সিরাজ...

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

তথ্য-প্রযুক্তি

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে দুটি নতুন প্রাইভেসি ফিচার চালু করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে...