শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
06.05শাহজাদপুর সংবাদদাতাঃ আগামীকাল ২৫ শে বৈশাখ ৮ মে শুক্রবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এ ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রনালয় আয়োজিত ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল মাঠে এ জন্য ১০ হাজার আসন বিশিষ্ট স্মরনকালের এক বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এ প্যান্ডেলের দক্ষিন পাশে সুদৃশ্য মার্বেল পাথরে মোড়ানো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ফলক স্থাপন করা হয়েছে। শাহজাদপুর কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোক সজ্জায় শাহজাদপুরের চিরচেনা রূপ পাল্টে গেছে। এই ভিত্তি প্রস্থর স্থাপনকে কেন্দ্র করে শাহজাদপুরবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। ঘরে ঘরে চলছে উৎসব আমেজ। রাস্তাঘাট সংস্কার, অফিস আদালতের ভবনে রং ও চুনকাম করা হচ্ছে। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন সড়ক ও মোড়ে নির্মাণ করা হচ্ছে তোরণ। আর এ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রশাসনের লোকজন। এ অনুষ্ঠানকে ঘিরে শাহজাদপুর শহর ঝকঝকে চকচকে হয়ে উঠেছে। রূসায়বা কমিউনিকেশন্স এর প্রযুক্তিগত সহায়তা নিয়ে শাহজাদপুর সংবাদ ডট কম এর পেইজে উক্ত অনুষ্ঠানগুলো সরাসরি (লাইভ ষ্ট্রিমিং) প্রচার করবে, যা কিনা শাহজাদপুরের ইতিহাসে এই প্রথম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে বাঘাবাড়ীর অদুরে গঙ্গাপ্রসাদ নামক স্থানের একটি মাঠে এসে নামবেন। সেখান থেকে ২ কিলোমিটার সড়ক অতিক্রম করে হাইস্কুল মাঠের অনুষ্ঠানে যোগদান করবেন। এ জন্য বাঘাবাড়ী থেকে হাইস্কুল মাঠ পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক তোরণ ফেস্টুন ও বর্ণিল প্লেকার্ডে সু সজ্জিত করা হয়েছে। এছাড়া রবীন্দ্র কাছারী বাড়ীকে নব সাজে সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে র‌্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা ও এসএসএফের নিরাপত্তাকর্মীরা ইতি মধ্যে মাঠে নেমে শাহজাদপুর শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীকে অভ্যার্থনা জানাতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে। ফলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে শাহজাদপুর শহর উৎসবের নগরীতে পরিনত হয়েছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ২৯ বছর বয়সে পির্তৃদেবের প্রতিনিধি হিসেবে ১৮৯০ সালে ২০০ টাকা মাসিক ভাতায় শাহজাদপুরের জমিদারী দেখাশোনার দায়িত্ব গ্রহন করেন এবং ৮ বছর যাবৎ শাহজাদপুরের জমিদারী তদারকী করেন। এ সময় তিনি জমিদারীর কাজে শাহজাদপুরে একাধিক বার এসেছেন। এখানে বসে রচনা করেছেন অসংখ্য নাটক, গান, কবিতা ও ছোট গল্প। তার লেখার মধ্যে শাহজাদপুরের প্রতি ভালবাসার একাধিক প্রমানও রয়েছে। তাই রবীন্দ্রনাথের অন্যতম প্রিয়স্থান হিসেবে শাহজাদপুর সর্বাধীক সমাদৃত। এ কারনে সরকার নীতিগত কারনে শাহজাদপুরে রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি হবে দেশের ৩৫ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাস শাহজাদপুরে হলেও শিলাইদহ ও পতিস্বরে আরো ২ টি অনুষদ কিংবা ক্যাম্পাস থাকবে। জানাগেছে কোলকাতার জোড়া সাঁকোর রবীন্দ্র ভারতী ও বিহারের বোলপুর শান্তি নিকেতনের বিশ্ব ভারতীর আদলে এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রায় সব আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এজন্য ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রবীন্দ্র ভারতী ও বিশ্ব ভারতী পরিদর্শন করে পাঠ্যক্রম ও খসরা নীতিমালা প্রনয়ন করেছেন। একনেক ও মন্ত্রী পরিষদ সভায় তা বিল আকারে তা পাশও হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় স্থাপনের সম্ভাব্য ৩টি স্থান পরিদর্শন করে উপজেলার রাউতারার বুড়ি পোতাজিয়া মৌজার রামকান্তপুর বাথানল্যান্ড কে অধিকতর পছন্দ করেছেন। কারন হিসেবে জানা গেছে এখানে রবীন্দ্রনাথের জমিদারীর ১২শ একর জমি এখনো বিদ্যমান রয়েছে। ফলে রবীন্দ্রনাথের নিজস্ব জমিতেই বিশ্ব বিদ্যালয়টির স্থাপনের মতামত দিয়েছেন সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে বিশ্ব বিদ্যালয় স্থাপনে অভিমত পোষন করেছেন বলে জানাগেছে। এ বিশ্ব বিদ্যালয়টি স্থাপিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প,সাহিত্য দর্শন-ভাবনা,স্বপ্ন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা,কৃষি ভাবনা নিয়ে বিশেষায়িত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে। এছাড়া বিজ্ঞান প্রযুক্তি ও বানিজ্য অনুষদও থাকবে। আগামী ৭/৮ মাসের মধ্যে এ বিশ্ব বিদ্যালয়টি চালু করা সম্ভব হবে বলে জানা গেছে। ১৯৯৪ সালের ১৩২ তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে শাহজাদপুর বাসী শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী উত্থাপন করেন এবং ১ হাজার লিফলেট বিতরণ করেন। এরপর থেকে প্রতি বছরই এ দাবীতে পোষ্টারিং, মাইকিং, মানব বন্ধন, গণস্বাক্ষর সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শাহজাদপুর ও সিরাজগঞ্জ জেলা বাসীর স্বপ্নের এ দাবী পূরণে আগামী শুক্রবার এ বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...