মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শামছুর রহমান শিশিরঃ শাহজাদপুর, সিরাজগঞ্জসহ দেশের শষ্যভান্ডার খ্যাত অঞ্চল উত্তরাঞ্চলের নগর মহানগর, জেলা উপজেলার প্রাচীর ডিঙ্গিয়ে নিভৃত পল্লী গাঁও গেরামে মানষের জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের এ্যালোপেথিক ঔষধ বিক্রি হচ্ছে ফুটপাত ও মুদি দোকানে। বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই দেদারছে ফুটপাতে ও গ্রামাঞ্চলের মুদি দোকানে বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী এ্যালোপেথিক ঔষধ যেভাবে বিক্রি হচ্ছে তাতে রীতিমতো চরম উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছেন বিজ্ঞ মহল। সংশ্লিষ্টদের নিয়মিত তদারকী আর ভূত তাড়ানো তেলের মধ্যে ভূত নামধারী সংশ্লিষ্ট বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উত্তরাঞ্চলের সর্বত্র ফুটপাত ও ছোট ছোট মুদি দোকানগুলোতে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের এ্যালোপেথিক ঔষধ বিক্রি অব্যাহত থাকলেও দেখার কেউ নেই। বিশেষজ্ঞ মহলের মতে,‘উত্তরাঞ্চলের ১৬ জেলার নগর,মহানগর,জেলাসদর,উপজেলা শহর,বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হাটবাজারসহ পল্লী গ্রামের ফুটপাত ও মুদি দোকানে যে হারে জীবন রক্ষাকারী এ্যালোপেথিক ঔষধ প্রকাশ্যে বিক্রি হচ্ছে তাতে বেশীরভাগ ক্ষেত্রেই ভূল ঔষধ পান করে বিপন্ন হচ্ছে অনেকের জীবন। অবিলম্বে অনুমোদনবিহীন অবৈধ এ ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন অতীব জরুরী হয়ে পড়েছে।’ তথ্যানুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ,কুড়িগ্রাম, বগুড়া, নাটোর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার পল্লী গ্রামাঞ্চলের হাটবাজারের ফুটপাতসহ দুর্গম পল্লীর মুদি দোকানগুলোতে অতীতে শুধু ওরস্যালাইন পাওয়া যেতো। কিন্তু কালের বিবর্তনে গ্রামাঞ্চলেও প্রতিদিন বিভিন্ন ধরনের ঔষধের প্রয়োজনীয়তা ও চাহিদাকে কাজে লাগিয়ে ডাক্তার ও ব্যবস্থাপত্র ( প্রেসক্রিপশান ) ছাড়াই মুনাফালোভী কতিপয় মুদি দোকানী ও ফুটপাতের ব্যবসায়ীরা প্রকাশ্যে বিভিন্ন ঔষধ কোম্পানীর জ্বর, ঠান্ডা, সর্দিকাশি, ব্যাথা, গ্যাসের ট্যাবলেট, বমি, মাথাব্যাথা, রক্তচাপ এমনকি এ্যালোপেথিক ঘুমের ঔষধও বিক্রি করছে। দেশে বহুল প্রচারিত গোপাল ভাঁড় ও রাজার একটি ব্যাঙ্গবিদ্রুপ ছোটগল্পের মতোই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার ফুটপাত ও মুদি দোকানে যে হারে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের ঔষধ চিকিৎসকের কোনরূপ ব্যবস্থ্যাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে,তাতে ওইসব অসাধু মুনাফাখোর ও মানুষের জীবন নিয়ে খেলাকারী অসাধু ব্যবসায়ীরা নিজেরাই ডাক্তার বনে গেছেন। উত্তরাঞ্চলে বিরাজিত এ প্রেক্ষাপট গোপাল ভাঁড়ের ওই রম্মরসাত্বক গল্পের মতোই মনে হচ্ছে যে, ‘এ অঞ্চলে রোগীর চাইতে ডাক্তারের সংখ্যাই বেশী ।’ বিশেষজ্ঞ চিকিৎসক ও মহলের মতে,‘সঠিক রোগ নির্ণয় ও সঠিক ঔষধ প্রয়োগের পরিবর্তে ভূল এ্যালোপেথিক ঔষধ পান করে উত্তরাঞ্চলের অনেকেরই জীবন বিপন্নগ্রস্থ হয়ে পড়ছে। ফুটপাতে ও মুদি দোকানে জীবন রক্ষাকারী এ্যালোপেথিক ঔষধ বিক্রিকারী ব্যবসায়ীদের কোন বৈধতা বা ড্রাগ লাইসেন্স না থাকলেও প্রতাপের জোড়ে দীর্ঘদিন ধরে তারা জনস্বাস্থ্যকে জিম্মি করে নিজেদের পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে উত্তরাঞ্চলের সহজ সরল মানুষের সাথে দিনের পর দিন, বছরের পর বছর চরম, নির্মম, প্রতারণা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এ অঞ্চলের ফুটপাত ও মুদি দোকানে যেসব অসাধু ব্যবসায়ীরা জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের ঔষধ বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়াই বিক্রি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন অতীব জরুরী হয়ে পড়েছে। অন্যথায় প্রেসক্রিপশান ছাড়াই ক্রয়কৃত এসব এ্যালোপেথিক ঔষধ পান করে এ অঞ্চলের সহজ সরল মানুষের স্বাস্থ্য বিপন্ন হবার পাশাপাশি জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পতিত হবার সম্ভাবনা ও ঝূঁকি ক্রমাগত বাড়তেই থাকবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

শাহজাদপুর

শাহজাদপুরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশু হোসাইনের

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শ...

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

অর্থ-বাণিজ্য

বৈশাখী কাপড় তৈরিতে ব্যস্ত শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতী শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর, বিন্দু সিরাজগঞ্জের ত...

শাহজাদপুরে দূর্ঘটনায় নিহত পরিবারে ৪০ হাজার টাকার চেক বিতরণ