শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শামছুর রহমান শিশিরঃ শাহজাদপুর, সিরাজগঞ্জসহ দেশের শষ্যভান্ডার খ্যাত অঞ্চল উত্তরাঞ্চলের নগর মহানগর, জেলা উপজেলার প্রাচীর ডিঙ্গিয়ে নিভৃত পল্লী গাঁও গেরামে মানষের জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের এ্যালোপেথিক ঔষধ বিক্রি হচ্ছে ফুটপাত ও মুদি দোকানে। বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই দেদারছে ফুটপাতে ও গ্রামাঞ্চলের মুদি দোকানে বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী এ্যালোপেথিক ঔষধ যেভাবে বিক্রি হচ্ছে তাতে রীতিমতো চরম উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছেন বিজ্ঞ মহল। সংশ্লিষ্টদের নিয়মিত তদারকী আর ভূত তাড়ানো তেলের মধ্যে ভূত নামধারী সংশ্লিষ্ট বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উত্তরাঞ্চলের সর্বত্র ফুটপাত ও ছোট ছোট মুদি দোকানগুলোতে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের এ্যালোপেথিক ঔষধ বিক্রি অব্যাহত থাকলেও দেখার কেউ নেই। বিশেষজ্ঞ মহলের মতে,‘উত্তরাঞ্চলের ১৬ জেলার নগর,মহানগর,জেলাসদর,উপজেলা শহর,বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হাটবাজারসহ পল্লী গ্রামের ফুটপাত ও মুদি দোকানে যে হারে জীবন রক্ষাকারী এ্যালোপেথিক ঔষধ প্রকাশ্যে বিক্রি হচ্ছে তাতে বেশীরভাগ ক্ষেত্রেই ভূল ঔষধ পান করে বিপন্ন হচ্ছে অনেকের জীবন। অবিলম্বে অনুমোদনবিহীন অবৈধ এ ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন অতীব জরুরী হয়ে পড়েছে।’ তথ্যানুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ,কুড়িগ্রাম, বগুড়া, নাটোর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার পল্লী গ্রামাঞ্চলের হাটবাজারের ফুটপাতসহ দুর্গম পল্লীর মুদি দোকানগুলোতে অতীতে শুধু ওরস্যালাইন পাওয়া যেতো। কিন্তু কালের বিবর্তনে গ্রামাঞ্চলেও প্রতিদিন বিভিন্ন ধরনের ঔষধের প্রয়োজনীয়তা ও চাহিদাকে কাজে লাগিয়ে ডাক্তার ও ব্যবস্থাপত্র ( প্রেসক্রিপশান ) ছাড়াই মুনাফালোভী কতিপয় মুদি দোকানী ও ফুটপাতের ব্যবসায়ীরা প্রকাশ্যে বিভিন্ন ঔষধ কোম্পানীর জ্বর, ঠান্ডা, সর্দিকাশি, ব্যাথা, গ্যাসের ট্যাবলেট, বমি, মাথাব্যাথা, রক্তচাপ এমনকি এ্যালোপেথিক ঘুমের ঔষধও বিক্রি করছে। দেশে বহুল প্রচারিত গোপাল ভাঁড় ও রাজার একটি ব্যাঙ্গবিদ্রুপ ছোটগল্পের মতোই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার ফুটপাত ও মুদি দোকানে যে হারে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের ঔষধ চিকিৎসকের কোনরূপ ব্যবস্থ্যাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে,তাতে ওইসব অসাধু মুনাফাখোর ও মানুষের জীবন নিয়ে খেলাকারী অসাধু ব্যবসায়ীরা নিজেরাই ডাক্তার বনে গেছেন। উত্তরাঞ্চলে বিরাজিত এ প্রেক্ষাপট গোপাল ভাঁড়ের ওই রম্মরসাত্বক গল্পের মতোই মনে হচ্ছে যে, ‘এ অঞ্চলে রোগীর চাইতে ডাক্তারের সংখ্যাই বেশী ।’ বিশেষজ্ঞ চিকিৎসক ও মহলের মতে,‘সঠিক রোগ নির্ণয় ও সঠিক ঔষধ প্রয়োগের পরিবর্তে ভূল এ্যালোপেথিক ঔষধ পান করে উত্তরাঞ্চলের অনেকেরই জীবন বিপন্নগ্রস্থ হয়ে পড়ছে। ফুটপাতে ও মুদি দোকানে জীবন রক্ষাকারী এ্যালোপেথিক ঔষধ বিক্রিকারী ব্যবসায়ীদের কোন বৈধতা বা ড্রাগ লাইসেন্স না থাকলেও প্রতাপের জোড়ে দীর্ঘদিন ধরে তারা জনস্বাস্থ্যকে জিম্মি করে নিজেদের পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে উত্তরাঞ্চলের সহজ সরল মানুষের সাথে দিনের পর দিন, বছরের পর বছর চরম, নির্মম, প্রতারণা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এ অঞ্চলের ফুটপাত ও মুদি দোকানে যেসব অসাধু ব্যবসায়ীরা জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের ঔষধ বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়াই বিক্রি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন অতীব জরুরী হয়ে পড়েছে। অন্যথায় প্রেসক্রিপশান ছাড়াই ক্রয়কৃত এসব এ্যালোপেথিক ঔষধ পান করে এ অঞ্চলের সহজ সরল মানুষের স্বাস্থ্য বিপন্ন হবার পাশাপাশি জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পতিত হবার সম্ভাবনা ও ঝূঁকি ক্রমাগত বাড়তেই থাকবে।’

সম্পর্কিত সংবাদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

বাংলাদেশ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার...

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

পাবনা -সিরাজগঞ্জের বাতিঘর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইউনুস আলী খান আর নেই

শাহজাদপুর

পাবনা -সিরাজগঞ্জের বাতিঘর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইউনুস আলী খান আর নেই

রকীব আহমেদ (বিশেষ প্রতিবেদক): শাহজাদপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইউনুস আলী খান আজ ২৪ জুন সকাল ৯.৫৩ টায় এই বর্ষীয়ান চিকিৎসক...

শাহজাদপুরে ঝূঁকি নিয়ে শত শত শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে; দুর্ভোগ চরমে !

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ঝূঁকি নিয়ে শত শত শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে; দুর্ভোগ চরমে !

শামছুর রহমান শিশির: শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী পূর্বপাড়া মহল্লার এক কিলোমিটার সড়কটি প্রায় দেড় যুগ ধর...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...