শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন সরকারই শাহজাদপুরের দিকে এতটা সুনজরে তাকায়নি। বিশ্ববাসী জেনেছেন শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চলতি অর্থবছরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা নিজে শাহজাদপুরে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইতিমধ্যেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন। ইতিমধ্যেই গালা-কৈটলা-থানারঘাট করতোয়া সেতু পর্যন্ত বিদেশী দাতা সংস্থার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে ১ হাজার কোটি টাকা প্রকল্প ব্যায়ে বাঁধ ও স্লুইচ গেট নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। ওই প্রকল্প কাজ সম্পন্ন হলে উপজেলার বন্যাকবলিত গালা, সোনাতুনী, পোরজনা জালালপুর, খুকনী-পূর্বাঞ্চলের এই ৫ ইউনিয়নবাসীসহ পুরো শাহজাদপুরবাসী প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এলাকার লাখ লাখ কৃষক সারা বছরেই এক ফসলের পরিবর্তে বহু ফসলের আবাদ করার মাধ্যমে তাদের ভাগ্যোন্নয়নে ব্যাপক পরিবর্তন করতে পারবে। প্রধানমন্ত্রী সারাদেশের ১’শ ১৭ টি উপজেলায় ২০১৭ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আনার যে ঘোষণা দিয়েছিলেন তন্মদ্ধে শাহজাদপুরও রয়েছে। এ বছর শেষ হবার আগেই শাহজাদপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করা হবে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান পৌরসদরের বেশ দুরত্বে থাকায় স্বাস্থ্যসেবা প্রত্যাশী শাহজাদপুরবাসীর নানা সমস্যা পোহাতে হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদের দাবির প্রেক্ষিতে ৫০ সয্যা বিশিষ্ট অত্যাধুনিক একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যার কাজও অতি দ্রুত এগিয়ে চলছে। দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয়েছে ও ভবণ নির্মাণের জন্য ওই কলেজসহ উপজেলার ৫টি কলেজের ভবণ নির্মাণে কলেজপ্রতি ৭১ লাখ টাকা করে বরাদ্দ এসেছে। শাহজাদপুরে গত প্রায় ৩ বছরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ, ৩টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবণ নির্মাণ, ৯৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ৩১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, ১৯.৫ কিলোমিটার দীর্ঘ ১৫টি সড়ক সংস্কার ৪৩.৫ কিলোমিটার দীর্ঘ ৩৬টি নতুন সড়ক নির্মাণ, বিদ্যুৎ খাতে আবাসিক-অনাবাসিক, বাণিজ্যিক, সেঁচ, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্পসহ বিভিন্ন খাতে ৩৩ হাজার ৩’শ ৪৮ টি নতুন বৈদ্যুতিক সংযোগ প্রদান, বিদ্যুৎ পৌঁছে দিয়ে অন্ধকারাচ্ছন্ন ২১টি গ্রামকে আলোকিত করা, ২৬৪ কিলোমিটার নতুন লাইন নির্মাণ, ৩৩/১১ কেভি ১০ এমভিএ নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য কার্যাদেশ প্রদানসহ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ খাতসহ সকল খাতেই বহুমুখী উন্নয়ন হয়েছে। শাহজাদপুরবাসী যখন যে দাবি করেছেন তার সাথে একাত্মতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলেছেন।’ গত বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম গালা ইউনিয়নের ভেড়াখোলা প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে গালা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের সাংসাদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। গালা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ সময় তিনি আরও বলেন,‘গত ৯৬’র জাতীয় সংসদ নির্বাচনে গালা ইউনিয়নসহ ৩টি ভোটকেন্দ্র স্থগিত করা হয়। আমি প্রায় ৬ হাজার ভোটে পিছিয়ে ছিলাম। পরবর্তীতে ঘাটতিকৃত ওই ভোট পুরণ করে আপনারা আরও ২২’শ ভোট বেশী দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গালা ইউনিয়নবাসীর সকল দাবি বাস্তবায়ন করা হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থার দিক থেকে পিছিয়ে থাকায় পার্শ্ববর্তী বেড়া উপজেলাবাসীর কাছে গালা ইউনিয়নের জনগণ জিম্মি হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের আগেই ওই সমস্যা থেকে গালা ইউনিয়নবাসীকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহজাদপুর নির্বাচনী এলাকার সকল জনপ্রতিনিধি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। আগামীতেও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ব আহবান এ সময় জানান স্থানীয় এমপি। থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, গালা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ মোস্তফা আবু জাফরের সভাপতিত্বে ও গালা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই কর্মী সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মৌসুমী সরকার বাবলা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান কোরবান আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাবেক সভাপতি আব্দুর রহিম (সাবেক ভিপি), থানা কৃষক লীগ নেতা নিজাম উদ্দিন, তাঁত শ্রমিক নেতা টিপু সুলতান, থানা আ’লীগের তথ্য ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক মহির উদ্দিন, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফারুক সরকার, গালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম শেখ প্রমূখ। পরে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ওই বিদ্যালয় মাঠে স্বল্প সময়ের মধ্যেই শহিদ মিনার নির্মাণের ঘোষণা দেন এবং ভেড়াখোলা সবুজ সংঘ ক্লাব নামের স্থানীয় একটি অরাজনৈতিক ক্লাব উদ্বোধন করেন। উক্ত কর্মীসভায় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার জনতার ঢল নামে। কর্মীসভা পরিণত হয় বিশাল জনসভায়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

ধর্ম

মহান ওস্তাদজী শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পড়াশোনা

শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...