নিহাল খান, শাহজাদপুর : আজ ২৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির নীলকুঠি দখলমুক্ত, আবাসিক সাইনবোর্ড সরিয়ে নীলকুঠির সাইনবোর্ড লাগানো ও সংস্কারের দাবিতে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ এর উদ্দোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে । দি বার্ড সেফটি হাউজের উদ্দোক্তা সাংবাদিক মামুন বিশ্বাসের সভাপতিত্বে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া মানববন্ধনে একাত্রতা প্রকাশ করে শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সিলিং হক,ইসলাম শেখ, কলেজ ছাত্রলীগ এর রাসেল শেখ, হুমায়ন প্রতিক, আকাশ হোসেন, মমিন আহমেদ, স্কুল ও কলেজের শীক্ষার্থীগণ, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে সকলের একটাই দাবি ছিল- অতি দ্রুত শাহজাদপুর এর রবীন্দ্র কাছারি বাড়ির নীলকুঠি সংস্কার করে দর্শানার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। এছাড়া এ ব্যাপারে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য যে, শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ীতে অবস্থিত নীলকুঠি ভবন এখন কাচারী বাড়ীর কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন। এতে করে দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা নীলকুঠি ভিতরে দেখতে পারছে না এবং এতে তাদের অজানা থেকে যাচ্ছে নীলকুঠি সর্ম্পকে। সরেজমিন ঘুরে দেখা যায় বৃটিশ আমলে নির্মিত নীলকুঠি ভবন জড়াজীর্ন অবস্থায় রয়েছে। নীলকুঠি ভবনের মধ্যেই বসবাস করছে ৯টি পরিবারের প্রায় ৩০জন সদস্য। স্থানীয় রবীন্দ্র প্রেমিদের তাদের দাবি ২৫ শে বৈশাখের আগেই এই নীলকুঠি ভবন উন্মুক্ত করে দিলে বাইরের দর্শনার্থীরা দেখতে পাবে।এই নীল কুঠিভবন থেকেই নীলকরেরা স্থানীয় প্রজাদের ধরে নীল চাষ করাতেন । এই ভবন ছিল নির্যাতনের চিহ্ন। কয়েকজন লোকের কারনে হাজার হাজার দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে নীলকুঠির ইতিহাস থেকে।তাই এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল ১১ টায় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্দোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন
শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
শাহজাদপুর
শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...