শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
আম্ফানের প্রভাবে সৃষ্ট উজানের ঢলে গত কয়েক দিনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে রোপিত প্রায় ২০ হেক্টর কাঁচা-পাঁকা ধানের ক্ষেত তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এ বাঁধটি ভেঙ্গে গেলে শাহজাদপুর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর ধানের জমিসহ বৃহত্তর চলনবিলের বিভিন্ন উপজেলায় রোপিত বিপুল পরিমান ধান ও অন্যান্য ফসল বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হবে। সেইসাথে উপজেলার বিস্তৃর্ণ বাথান এলাকা প্লাবিত হয়ে গো-খাদ্যেরও তীব্র সংকট সৃষ্টি হবে। একদিকে পানি বৃ্িদ্ধ ও অন্যদিকে শ্রমিক সংকটে পড়ে ধান কাটা নিয়ে এলাকার হাজার হাজার কৃষক মহাবিপাকে পতিত হয়ে বর্তমানে প্রতিটি মুহুর্ত চরম উদ্বেগ আর উৎকন্ঠায় কাটাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে এদিন রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করে বাঁধের সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশ দিয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে শাহজাদপুর উপজেলায় ২২ হাজার ৮’শ ৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়। ইতিমধ্যে প্রায় ৮ হাজার হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১৪ হাজার ৮’শ ৭০ হেক্টর জমির পাঁকা, আধা-পাঁকা জামির ধান কাটতে এখনও কমপক্ষে ৭ দিন সময় লাগবে। এর মধ্যে পানিবৃদ্ধি অব্যাহত থাকলে কৃষকদের ধান ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে। এদিকে, যমুনায় পানি বৃদ্ধির ফলে ইতিমধ্যেই যমুনার চরাঞ্চলের চামতারা, ছোট চামতারা, বানতিয়ার, বানিয়া সিংগুলীতে রোপিত প্রায় ১’শ হেক্টর জমির ধান, বাদাম, তিল, পটল, কাঁচা মরিচ, করোলাসহ সবজির ক্ষেত প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের কৃষকদের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। উপজেলার সোনাতুনী ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের লূৎফর রহমান, আব্দুল মালেক, রমজান মোল্লা, রায়হান মোল্লা ও শুকচাঁদ মীরসহ স্থানীয় কৃষকেরা জানান,‘হঠাৎ করে যমুনায় পানি বৃৃদ্ধি পাওয়ায় তাদের ধানসহ সবজির ক্ষেত ডুবে গেছে। অধিক মজুরী দিয়েও ধান কাটা শ্রমিক না পাওয়ায় তারা নিজেরা পরিবারের সবাইকে নিয়ে ঝুঁকির মধ্যে পাঁকা, আধা-পাঁকা ধান কাটতে বাধ্য হচ্ছেন।’ এদিকে, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম জানান, ‘যমুনায় গত ৩ দিনে ৬ ফুট পানি বৃদ্ধিতে প্রায় ২০ হেক্টর ধানের জমিতে পানি ঢুকেছে। ডুবে যাওয়ার আগেই কৃষকেরা এসব ধান কেটে ফেলছে। ধান কাটার জন্য সরকারি প্রণোদনার ১৬ টি ও বাইরে থেকে আনা আরও ৩০ টিসহ মোট ৫৬টি কম্বাইন্ড হার্ভেষ্টার দিয়ে দ্রুত গতিতে ধান কাটার কাজ চলছে যা সপ্তাহখানিকের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।’ অপরদিকে, বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন,‘শাহজাদপুরসহ চলনবিলাঞ্চলবাসী ও এ অঞ্চলের ফসলী জমিকে বন্যার হাত থেকে রক্ষায় এ বাঁধটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে। বাঁধের সুরক্ষায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারকে যথাযথ ব্যবস্থাগ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

শাহজাদপুর

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

জাতীয়

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

অপরাধ

এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের এনায়েতপুরে সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাককে (৫৬)...

জুয়েলকে আহবায়ক করে শাহজাদপুরে উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি

রাজনীতি

জুয়েলকে আহবায়ক করে শাহজাদপুরে উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি

দীর্ঘ প্রায় ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২আগষ্ট) সিরাজ...

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

তথ্য-প্রযুক্তি

ম্যাসেঞ্জারে যোগ হলো নতুন প্রাইভেসি ফিচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে দুটি নতুন প্রাইভেসি ফিচার চালু করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে...