শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক : মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লায় মাইকে ঘোষণা দিয়ে বর্তমান পৌর কাউন্সিলর বেল্লাল হোসেন ও সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ সমর্থিত গোষ্ঠীর মধ্যে এদিন রোববার ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেল্লাল গোষ্ঠীর সমর্থক আলী আজগর (৫৫) উপর্যোপুরি ফালার আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইয়াছিন (১১), বেল্লাল (৩৫), পলান (৩২), বাবলা (২২), রাকিবুল (২৩), রতন (২৫), হাসানূর (২০), আশিক (২০), ছোরমান (২৫), জয়নাল (৩০) ও আফান আলী (৫০) কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে মিরাজুল ইসলাম নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। সংঘর্ষ চলাকালে ছোরমান আলী, আফান আলীর বাড়িঘর ও পল্লী চিকিৎসক সাখাওয়াত চৌধুরীর চেম্বার ভাংচুর ও লুটপাট করা হয়। সরেজমিন পারকোলা গ্রাম ঘুরে জানা গেছে, পারকোলা মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বেল্লাল গোষ্ঠী ও পিযূশ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে গত শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল রোববার ভোরে ৩টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পীযূশ গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেল্লাল গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে বেল্লাল গোষ্ঠীর সমর্থক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আলী আজগর (৫৫) নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে; কেউ গ্রেফতার হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে আবাসিক হোটেল ব্যবসার করুন অবস্থা, প্রনোদনা চায় ব্যবসায়ীরা

এ বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা একমাসের লকডাউনে সিরাজগঞ্জের শাহজাদপুরের আবাসিক হোটেলগুলো ফাকা পড়ে আছে। স্টাফ বেতন,...

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

বাংলাদেশ

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে দুই মেয়েকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ডায়া নতুনপাড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে ম...

করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৬ জন, নতুন শনাক্ত ৯৩০

জাতীয়

করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৬ জন, নতুন শনাক্ত ৯৩০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্...

শাহজাদপুরে বিশাল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ/স্থিরচিত্র, (ভিডিও সহ)