চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় উৎপাদিত ফসলের মধ্যে ধানই প্রধান ফসল। এর পাশাপাশি কৃষি জমিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বহুমুখি ফসলের চাষাবাদ করে ব্যাপক সফলতা অর্জনের সম্ভাবনার দ্বার প্রান্তে বেলকুচির কৃষি।
সিরাজগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ধান চাষের পাশাপাশি কৃষকরা জমিতে বিভিন্ন ফল ও সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করছে। বিভিন্ন জাতীয় সবজির মধ্যে ফুলকপি, পাতা কপি, মুলা, বেগুন অন্যতম। যেমন , লাউ, মিষ্টিকুমড়া, চাল কুমড়া, শষা, ধুন্দল, বাঙ্গি, ঢেঁড়শ, খিড়া ইত্যাদি ছাড়াও বেগুন, লাল শাক, পুঁইশাক, পালং শাক।
কুমড়া জাতীয় সবজি আবাদে ব্যাপক ক্ষতিকর স্ত্রী মাছিপোকা তাদের লম্বা ওভিপজিটর বা শুল দ্বারা কচি ফলের ভিতর ডিম দেয়। এই ডিম থেকে কীড়া বের হয়ে ফলের ভেতরের নরম কোষ-কলা ও মজ্জা খেতে থাকে। এদের আক্রমনে ফল পঁচে যায়, আর যে ফলটি বড় হয় তা খোড়া অবস্থায়। এই পোকা দমনে কৃষকরা বিভিন্ন ধরনের বিষ স্প্রে করে থাকে। পোকার কীড়া ফলের ভিতরে থাকায় বিষাক্ত কীট নাশক দিয়েও এ পোকার আক্রমন রোধ করা সম্ভব হয়না। বরং ব্যাপক হারে কীটনাশক ব্যাবহাররে ফলে চাষিদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি জন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিসহ পরিবেশ বিপর্যয়কে ত্বরান্বিত করে।
এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশ কৃষি গভেষনা ইনস্টিটিউট বিষ মুক্ত সেক্স ফেরোমোন ফাঁদ উদ্ভাবন করে যা কৃষকের কাছে যাদু ফাঁদ নামে পরিচিত। ইকো এগ্রো টেক বাণিজ্যিক ভাবে সেক্স ফেরোমোন ফাঁদ কৃষকের মধ্যে মাঠ পর্যায়ে বিপণনের ব্যবস্থা করছে। ফলে কৃষকরা স্বল্প খরচে এসব পোকার আক্রমন থেকে কুমড়া জাতীয় সবজি রক্ষা করতে পারছে সহজেই।
সম্প্রতি এলাকার বিভিন্ন ডিলার ও কৃষিসম্প্রসারণ অফিসে সেক্স ফেরোমোন টোপ সহজেই পাওয়া যাচ্ছে। সেক্স ফেরোমোন ফাঁদ ব্যাবহারে বাড়ছে বিষমুক্ত ‘সুস্থ’ সবল সবজির উৎপাদন। ধান উৎপাদনের তুলনায় সবজি চাষে কৃষকরা ৫ গুন লাভ পাচ্ছে।
বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। ফলে এ এলাকার কৃষকরা তাদের আবাদী জমিতে ধানের পাশাপাশি সবজিসহ বহুমুখি ফসল উৎপাদনের দিকে উৎসাহিত হচ্ছে। ইতমধ্যে সিরাজগঞ্জ ও বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অনেক চাষিই তাদের আংশিক জমিতে পরীক্ষা মূলকভাবে সবজি বাগানে সেক্স ফেরোমোন ফাঁদ ব্যাবহার করে ব্যাপক সফলতা পেয়েছে।
এসব চাষিদের মধ্যে রয়েছে বেলকুচি উপজেলার সগুনা গ্রামের ফুলকপি চাষি আক্কাস মিয়া, বেগুন চাষি জামালা মিয়, আলম, মানিক মিয়া, উল্লাপাড়া উপজেলার রহিমপুর ও মোহনপুর এলাকার আব্দুল মালেক, বেতকান্দি গ্রামের চাষি ফারুক মিয়া, দুলাল, বেলকুচি চরাঞ্চলের মাসুম, শামছুল হক, জাহিদ হাসমত , সলঙ্গা থানার ধুন্দল, ঢেরশ, চিচিঙ্গা ও শষা চাষি আলী মিয়া, সুলতান নুরু, নুর আলম, আলিম , সফিকুল ।
এছারাও জেলা ও উপজেলা উল্লেখ যোগ্য চাষিরা ধান উৎপাদনে উৎপাদন খরচের তুলনায় ধানের মূল্য না পাওয়ায় সবজি চাষে কম খরচে অধিক লাভ পাওয়ায় এ চাষে ঝুকে পড়ছে বলে জানান তারা। সরেজমিন পরিদর্শন কালে চাষিরা বলেন, সেক্স ফেরোমোন ফাঁদসহ আধুনিক কৃষি তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ধান ও অন্যান্য ফসলের তুলনায় একই জমিতে সবজি আবাদ করে ৪/৫ গুণ লাভ হয়।
তাই শুধু ধানের উপর নির্ভর না করে বিকল্প হিসাবে বিষমুক্ত সবজি ফসল আবাদের ব্যাপক পরিকল্পনা করছি। তবে এ ক্ষেত্রে সরকারী পৃষ্টপোষকতা পেলেই এ চাষে এলাকাসহ দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব। তারা বলেন কৃষি অফিসার বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহাদৎ হোসাইস সিদ্দিকী মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে কৃষি-পদক প্রাপ্ত তিনি আমাদের সু পরামর্শ দিয়েছেন এবং চাষাবাদে লাভবান হচ্ছি।
এব্যাপারে বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসাইন সিদ্দিকী জানান, বেলকুচি ও সিরাজগঞ্জ জেলার কৃষিক্ষেত্রে শুধু ধান চাষের উপর নির্ভরশীল না হয়ে এর পাশাপাশি বিকল্প কৃষি উৎপাদনে আধুনিক তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে শাক-সবজিসহ অধিক লাভ জনক বহুমুখি ফসলের আবাদে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
সম্পর্কিত সংবাদ
সম্পাদকীয়
এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি
লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...
স্বাস্থ্য
মাদকের অন্ধকার থেকে ৫ যুবকের আলোর জীবনে পদার্পণ
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : ‘মাদক যখন সেবন করেছি, তখন মানুষ খুন করা ছাড়া এমন কোন অপরাধ নাই যা করতো নূন্যতম দ্বিধাবোধ ক...
খেলাধুলা
‘অতীতে বঙ্গবন্ধুর নামে; এখন প্রধানমন্ত্রীর অবদানে ক্রিকেটের টাইগার হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসী চিনেছে’ - সাবেক এমপি চয়ন ইসলাম
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর নামে বিশ্ববাসী চিনতো। কিন...
জাতীয়
সাংবাদিক শিমুলের কবর জিয়ারতে আগামীকাল শাহজাদপুরে আসছেন পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ার
আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পা...
স্বাস্থ্য
স্ত্রীর কারনে হার্ট অ্যাটাক বেশি হয় পুরুষদের
নিউজ ডেস্ক: আজকের কম্পিটিশনের দুনিয়ায় স্ট্রেস একটি দৈনন্দিন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর...
সিরাজগঞ্জ জেলায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি হচ্ছে বিভিন্ন নাম দিয়ে নেই কোন প্রশাসনের তৎপরতা
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ছড়িয়ে পরেছে অনুমোদ...