শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
কালের সাক্ষ্য বহন করছে ৭১’র শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তস্নাত ঐতিহাসিক ডাব-বাগান প্রতিরোধ যুদ্ধের স্থানটি 1 আবুল বাশার :- আজ ১৯ এপ্রিল ঐতিহাসিক ডাব-বাগান ( সাথিয়া থানার পাইকরহাটি গ্রাম, যার বর্তমান নাম শহীদ নগর ) প্রতিরোধ যুদ্ধ। পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর ইউনিয়নের বগুড়া নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন পাইকরহাটি গ্রামেই অবস্থিত ছিল এই ঐতিহাসিক ডাব-বাগান। ১৯৭১ সালের ১৯ এপ্রিল এই ডাব-বাগানেই পাক-হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক অসম ভয়বহ প্রতিরোধ যুদ্ধ সংঘঠিত হয়েছিল। দেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির সংগ্রামের এ লড়াই ও প্রতিরোধ যুদ্ধে সেদিন অকাতেরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন চেনা অচেনা শতাধিক মুক্তিযোদ্ধা ও গ্রামের অসংখ্য নিরীহ নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধ। আহত হয়েছিল শত শত মানুষ। হানাদার বাহিনী ও তার সহযোগিদের পরিচালিত সেই হত্যাযজ্ঞ থেকে গ্রামের নিরীহ নিরাপোরাধি মানুষ,গৃহপালিত পশুপাখি, উদ্ভিদ-লতাগুল্ম কিছুই রেহাই পায়নি। যুদ্ধ পরবর্তী গ্রামে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ ও আগুন লাগিয়ে গ্রামে অধিকাংশ বাড়ীঘড় পুড়িয়ে দিয়েছিল হানাদার বাহিনী। লুটপাট করেছিল সোনাদানা অলংকারাদিসহ নগদ অর্থকরি। এলাকার সেই ভয়াবহ যুদ্ধের ও অত্যাচার নির্যাতনের কাহিনী এবং মুক্তিযুদ্ধে শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধারা ইতিহাসের পাতায় স্থান করে নিতে না পারলেও ঐতিহাসিক পাইকরহাটি গ্রাম ও তার ডাববাগান এলাকাটিকে শহীদ নগর নামদিয়ে শহীদেদের রক্তস্নাত স্থানটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে চলেছে এলাকাবাসী। সেখানে নির্মিত হয়েছে একটি স্মৃতিসৌধ। শহীদদের বেশ কটি কবরস্থান বঁধানো হয়েছে। কিন্তু অনেকেই জানেন না এই নাম না জানা শহীদ আতœত্যাগী মানুষগুলো- কে বা কাহারা। অথচ এ নাম না জানা মানুষগুলোই দেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির জন্য এ স্থানের মাটিকে ধন্য করে গেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, শহীদ পরিবারের অনেকেই আজও জানেন না তাদের বীর সন্তানেরা কোথায় কিভাবে চির নিদ্রায় শায়ীত রয়েছেন। কোন মা হয়তো তার হারানো মানিকের ফিরে আসার অপেক্ষায় এখনও পথের দিকে তাকিয়ে রয়েছেন। কেউবা অপেক্ষা করতে করতে পৃথিবী থেকে বিদেয়ও নিয়েছেন। গ্রামের একই কবর শায়িত রয়েছেন ১০/১২ মুক্তিযোদ্ধাসহ গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা জগত নারায়ন বিশ্বাস। তাদের ১৬ শরিকের (পরিবার) বিশাল এলাকার নিজ বসতবাটিইে নাম না জানা শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে একই কবরে শায়িত রয়েছেন তিনি। এ কবরটি বাঁধানো হয়েছে। এখন ভঙ্গুর বে-দখল হওয়ার পথে। সেখানে ধর্মের কোন বিরোধ নেই। মানবতাই ধর্মের প্রতিক হিসেবে বিবেচিত হচ্ছে। হানাদার বাহিনী চলে যাওয়ার পর প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া গ্রাবাসী গ্রামে ফিরে এসে গ্রমের ভীতর এবং মহাসড়কে এলাপাথারি পরে থাকা লাশগুলোর দ্রুত দাফণ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করে।যে লাশগুলো শিয়াল-কুকুর এদিক সেদিক টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছিল সেই ক্ষবিক্ষদ লাশগুলো একত্রিত করে বিভিন্ন স্থানে তারা পূঁতে ফেলে/ দাফন করেছিল। ডাববাগানে সংঘঠিত ঐ যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও এলাকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে নানা ক্ষোভ, দুঃখ, আশা, প্রত্যাশা ও হতাশার নানা কাহিনী। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনার প্রধান দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র সে ক্ষেত্রে অনেকটাই ব্যার্থ। মুক্তিযোদ্ধা কোন ধনীর দুলাল কিম্বা অভিজাত শ্রেণীর সন্তান ছিল না। সিংহভাগ মুক্তিযোদ্ধাই ছিল খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষের পরিবারের সন্তান। এ কারণেই ইতিহাসে তাদের যথাযোগ্য স্থান মেলেনি, মেটেনি ক্ষুধার জ্বালা। তাই জীবিত মুক্তিযোদ্ধার কখনো ভিক্ষুক কখনো রিক্সাচালক কিম্বা দিনমুজুর। আর শেখ হাসিনা সরকার যখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করে তাদের জন্য কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা করলেন।ঠিক তখনই সুবিধাভোগী মানুষের ভীড় ক্রমাগত বাড়তেই থাকলো।রাজাকার স্বাধীনতা বিরোধীরা সহ যারা কোনদিন মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তারাও মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযোদ্ধাদের জন্য দেও সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এশাগত মুক্তিযোদ্ধার তালিকা বেড়েই চলেছে। নকলের ভীড়ে প্রকৃতরা হাড়িয়ে েযাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে কলংকিত। অপরদিকে শহীদ পরিবারের মায়েরা, বোনেরা,ভাইয়েরা আজো খুঁজে ফিরছেন তাদের বীর সন্তানদের। (চলবে)

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...