শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
উত্তরাঞ্চলের প্রধান নৌ বন্দর বাঘাবাড়ীতে বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) বাফার গুদামের সার জমাট বাধায় ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একারনে এ অঞ্চলের অধিকাংশ ডিলাররা এই সার উত্তোলন করছেন না। এতে আসন্ন রোপা আমন মৌসুমে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের কৃষকদের মধ্যে ইউরিয়া সার সংকটের আশংকা দেখা দিয়েছে। এবিষয়টি নিয়ে সারের ডিলার ও বিসিআইসি কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিসিআইসি ও জেলার সার ব্যবসায়ীদের অভিযোগ, গত চার বছর ধরে বাঘাবাড়ি বাফার গোডাউনে চীন থেকে আমদানীকৃত ইউরিয়া সার জমাট বেধে যাচ্ছে। সাড়ে ৪হাজার টন ধারন ক্ষমতা সম্পন্ন এই গুদামে প্রায় অর্ধেক সার জমাট বেধেছে। জমাটবাধা সারের সংস্পর্শে ভাল সারের বস্তা মজুদ করায় সেগুলোও জমাট বাধতে শুরু করেছে এবং সারগুলোর রং পরিবর্তন হয়ে লাল ও কালো রং ধারন করছে। এসব সারের বস্তা পাথরের মত শক্ত হয়ে পড়েছে। এদিকে, জমাট বাধা সার বাঘাবাড়িতে থাকার পরও যশোরের নওয়াপাড়া ট্রানজিট পয়েন্ট থেকে আরও ২২হাজার মেট্রিকটন জমাট বাধা সার বাঘাবাড়ী বাফার গুদামে আনা হচ্ছে। এমন সার সরবরাহ নিয়ে ডিলারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে, জমাট বাধা সারগুলো অপসারণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না। অভিযোগ রয়েছে, ওই গুদামের ধারন ক্ষমতা সাড়ে ৪হাজার মেট্রিকটন অথচ সার রয়েছে সাড়ে ৯হাজার মেট্রিকটন। যে কারণে গুদামের বাইরে সার রাখতে হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমান সার খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। বাইরে মজুদ করা সারের উপর ত্রিপল, আস্তরণ বা ঢাকার কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ডিলারদের বাঘাবাড়ি বাফার গুদাম থেকে সার সরবরাহ করা হয়ে থাকে। ওই গুদামে বর্তমানে সাড়ে ৬হাজার মেট্রিকটন সার জমাটবাধা অবস্থায় রয়েছে। সরবরাহ করার সময় তারা অর্ধেক জমাটবাধা ও অর্ধেক ভাল সার নিয়ে আসছেন। ডিলারদের কাছে শত শত বস্তা জমাট বাধা সার মজুদ রয়েছে। এ সার এলাকার কৃষকরা নিচ্ছেন না। এ কারণে সার উত্তোলন বন্ধ রয়েছে। তারা আরও বলেন, বাফার গুদামসহ বাইরে খোলা আকাশের নিচে সাড়ে ৬হাজার মেিেট্রকটন জমাট বাধা সার থাকা সত্বেও নওয়াপাড়া থেকে আরও ২হাজার ২শ’ মেট্রিকটন জমাট বাধা সার এই গুদামে আনা হচ্ছে। স্থানীয় কৃষকরা বলছেন, ডিলারদের সার উত্তোলন বন্ধ থাকলে আসন্ন রোপা আমন মৌসুমে ইউরিয়া সার সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে বিসিআইসি’র মহাব্যবস্থাপক (বিপনন) মঞ্জুর রেজার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে বিসিআইসি’র বাঘাবাড়ি বন্দরের বাফার গুদামের কর্মকতা সোলায়মান হোসেন বলেন, ডিলাররা জমাট বাধা সার নিতে অনাগ্রহ প্রকাশ করার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

পড়াশোনা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বজিৎ ঘোষ

অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের...

উল্লাপাড়ায় ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

উল্লাপাড়ায় ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজঃ উল্লাপাড়ায় নিজ মেয়েকে (১৪) আটকে রেখে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২...

শাহজাদপুরে ট্রলারে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

আইন-আদালত

শাহজাদপুরে ট্রলারে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

জেএসসি পরীক্ষার্থী বেল্লালকে মালয়েশিয়ায় পাচারের নামে অজ্ঞাত স্থানে আটকে রেখে ২ লাখ টাক...

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুর

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি...

শহীদ এম মনসুর আলী মেডিকেল ল্যাবে ভাইরাস করোনা পরীক্ষা বন্ধ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শহীদ এম মনসুর আলী মেডিকেল ল্যাবে ভাইরাস করোনা পরীক্ষা বন্ধ

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুমিত্র বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত হাসপাতালের ল্যাব...