বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
উত্তরাঞ্চলের প্রধান নৌ বন্দর বাঘাবাড়ীতে বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) বাফার গুদামের সার জমাট বাধায় ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একারনে এ অঞ্চলের অধিকাংশ ডিলাররা এই সার উত্তোলন করছেন না। এতে আসন্ন রোপা আমন মৌসুমে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের কৃষকদের মধ্যে ইউরিয়া সার সংকটের আশংকা দেখা দিয়েছে। এবিষয়টি নিয়ে সারের ডিলার ও বিসিআইসি কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিসিআইসি ও জেলার সার ব্যবসায়ীদের অভিযোগ, গত চার বছর ধরে বাঘাবাড়ি বাফার গোডাউনে চীন থেকে আমদানীকৃত ইউরিয়া সার জমাট বেধে যাচ্ছে। সাড়ে ৪হাজার টন ধারন ক্ষমতা সম্পন্ন এই গুদামে প্রায় অর্ধেক সার জমাট বেধেছে। জমাটবাধা সারের সংস্পর্শে ভাল সারের বস্তা মজুদ করায় সেগুলোও জমাট বাধতে শুরু করেছে এবং সারগুলোর রং পরিবর্তন হয়ে লাল ও কালো রং ধারন করছে। এসব সারের বস্তা পাথরের মত শক্ত হয়ে পড়েছে। এদিকে, জমাট বাধা সার বাঘাবাড়িতে থাকার পরও যশোরের নওয়াপাড়া ট্রানজিট পয়েন্ট থেকে আরও ২২হাজার মেট্রিকটন জমাট বাধা সার বাঘাবাড়ী বাফার গুদামে আনা হচ্ছে। এমন সার সরবরাহ নিয়ে ডিলারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে, জমাট বাধা সারগুলো অপসারণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না। অভিযোগ রয়েছে, ওই গুদামের ধারন ক্ষমতা সাড়ে ৪হাজার মেট্রিকটন অথচ সার রয়েছে সাড়ে ৯হাজার মেট্রিকটন। যে কারণে গুদামের বাইরে সার রাখতে হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমান সার খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। বাইরে মজুদ করা সারের উপর ত্রিপল, আস্তরণ বা ঢাকার কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ডিলারদের বাঘাবাড়ি বাফার গুদাম থেকে সার সরবরাহ করা হয়ে থাকে। ওই গুদামে বর্তমানে সাড়ে ৬হাজার মেট্রিকটন সার জমাটবাধা অবস্থায় রয়েছে। সরবরাহ করার সময় তারা অর্ধেক জমাটবাধা ও অর্ধেক ভাল সার নিয়ে আসছেন। ডিলারদের কাছে শত শত বস্তা জমাট বাধা সার মজুদ রয়েছে। এ সার এলাকার কৃষকরা নিচ্ছেন না। এ কারণে সার উত্তোলন বন্ধ রয়েছে। তারা আরও বলেন, বাফার গুদামসহ বাইরে খোলা আকাশের নিচে সাড়ে ৬হাজার মেিেট্রকটন জমাট বাধা সার থাকা সত্বেও নওয়াপাড়া থেকে আরও ২হাজার ২শ’ মেট্রিকটন জমাট বাধা সার এই গুদামে আনা হচ্ছে। স্থানীয় কৃষকরা বলছেন, ডিলারদের সার উত্তোলন বন্ধ থাকলে আসন্ন রোপা আমন মৌসুমে ইউরিয়া সার সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে বিসিআইসি’র মহাব্যবস্থাপক (বিপনন) মঞ্জুর রেজার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে বিসিআইসি’র বাঘাবাড়ি বন্দরের বাফার গুদামের কর্মকতা সোলায়মান হোসেন বলেন, ডিলাররা জমাট বাধা সার নিতে অনাগ্রহ প্রকাশ করার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

জাতীয়

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

এসএসসি পরীক্ষা চলাকালে ইন্টারনেট আড়াই ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নি...

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

দিনের বিশেষ নিউজ

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদ-উল-আযহা’র পরবর্তীতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ও শাহজাদপুর-ঢাকা মহাসড়কে বাস ভাড়া আরেক দফা বেড়েছ...

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...