

শাহজাদপুর সংবাদ ডটকমঃ বাঘের রোগ থেকে দূরে থাকার উপায় এটি মানুষ প্রতিনিয়ত রোগ-জীবানুর সাথে যুদ্ধ করে আসছে। কখনও ব্যাটেরিয়া ধংস করতে ব্যবহার করছে অ্যান্টিবায়োটিক মিসাইল। আবার কখনও ভ্যাকসিনের আকারের গ্রেনেড ছুঁড়ছে ভাইরাসকে লক্ষ্য করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। আঙ্গুলের ফাঁকে ঘাপটি মেরে বসে থাকে। তখন অ্যান্টিব্যাটেরিয়াল সোপ অথবা হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করে জীবানু বিনাশ করি। জীবানু ধংস করতে আমাদেরই যদি ঘাম ছুটে যায় তাহলে প্রাণীদের অবস্থা কী হয় ভেবে দেখুন তো?কারনিভোরাস ডেভিল নামক মাংসাশী প্রাণীটি একটি ফেসিয়াল টিউমার রোগে ভুগে। এটি এক ধরণের ক্যান্সার। বাড়ির পাশের ‘ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ’ ডাকা ব্যাঙটিও রোগ-জীবানুর হাত থেকে রক্ষা পায় না।
এরা কাইট্রিডিমাইকোসিস নামে একটি রোগে আক্রান্ত হয়। বাট্রাকোকাইট্রিয়াম ডেনড্রোবাটিডাস নামক একটি মারাত্মক ছত্রাকের সংক্রমণে এ রোগ হয়। পৃথিবীতে এক তৃতীয়াংশ ব্যাঙ মারা যায় এ রোগে। ৯০ শতাংশ তৃণভোজী কোয়ালাস মারা যায় কামাইডিয়া নামক রোগে। কামাইডিয়া ট্রাকোমাইটিস নামক একটি ব্যাকটেরিয়া এ রোগের জন্য দায়ী। সম্প্রতি মরণঘাতি ইবোলা ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। শুধু মানুষ নয় শিম্পাঞ্জি-গরিলাও এ রোগে আক্রান্ত হয়। মানুষের মতো এ প্রাণী দুটির নিউমোনিয়াও হয়। তাহলে বুঝুন, রোগ প্রতিরোধ করতে না পারলে সব প্রাণীই তো মারা যেতো।
তাহলে নিশ্চয়ই প্রাণীদের রোগ প্রতিরোধ করার ভিন্ন কিছু উপায় আছে। চলুন এবার সেগুলো জেনে নেই। যখন পিঁপড়াদের কোনো সদস্য মারা যায় তখন অন্য পিঁপড়েরা দ্রুত মৃতকে কলোনি থেকে বের করে আনে। কারণ তারা জানে না মৃত পিঁপড়ার শরীরে কোন জীবানু বাসা বেঁধেছে। হতে পারে মৃত পিঁপড়ার শরীরে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক থেকে থাকে তাহলে অন্যরা আক্রান্ত হতে পারে। এই ভয়ে মৃত পিঁপড়াকে ঘর থেকে দ্রুত বিদায় করে তারা। তবে এর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। সামুদ্রিক মাছ স্যালমন। এর ছোট সদস্যটি কখনও রোগাক্রান্ত হলে তার সেবা করার জন্য এগিয়ে আসে এক পাল সঙ্গী। কারণ ছোট্ট স্যালমনটি অতটা শক্তিশালী নয়। সামুদ্রিক এ মাছ কোনো কারণে আঘাত পেলে কোপিপড নামক একটি জীবানু আক্রান্ত স্থানে বাসা বাঁধে। ২০০৭ সালে ইনফেকসিয়াস স্যালমন এনিমিয়া নামে একটি রোগ সমুদ্রে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। যে জীবানুটি এ রোগের জন্য দায়ী কিছু ছোট মাছ আবার তাদের শিকার করে। অর্থাৎ ছোট মাছগুলোর খাবার হলো ওই জীবানুগুলো। যাদের অ্যাকুরিয়াম আছে তাদের প্রায় সবারই জানা কর্কউইং রাস্সি, ব্যালন রাস্সি, কাককু রাস্সি, গোল্ডসাইনি নামক মাছগুলো ‘ফিস কিনার’ হিসেবে কাজ করে। একইভাবে সমুদ্রেও মাছগুলো এ কাজ করে থাকে। তারা স্যালমন মাছের শরীর থেকে জীবানুগুলো খেয়ে তাদের সুস্থ করে তোলে। কাজটি অবশ্য তারা না জেনেই করে থাকে।
প্রাণীদের অদ্ভুদ আচরণ অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। পারার কথাও নয়। এই যেমন বাঘের কথাই ধরি। বাঘ জিব দিয়ে শরীর চাটে। কেন এমনটা করে থাকে? রোগ-জীবানুকে দূরে রাখতেই এমনটা করে এরা। বাঘের পশমে কোনো জীবানু থাকলে এই উপায়ে তা পড়ে যাবে। সব সময় যে তা হবে এমনটা নয়। তবে প্রাথমিকভাবে এমনটি করে থাকে এরা। পিঁপড়া, স্যালমন ও বাঘের মতো অন্য প্রাণীগুলোও বিভিন্ন ভাবে নিজেদের রোগ প্রতিরোধ করে থাকে- এ কথা হয়ত আর কারো বুঝতে বাকি নেই। সূত্র : বিবিসি।
সম্পর্কিত সংবাদ

দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

অপরাধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

শাহজাদপুর
শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতনপাড়া মহল্লার ঐতিহ্যবাহী রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি

শাহজাদপুর
পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি
সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

শাহজাদপুর
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন
সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...