শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মো:মামুন বিশ্বাস, কারমাইকেল বিশ্ববিদ্যালয় রংপুর থেকে ঘুরে এসে: সমবয়সী আর পাচজন শিশুর মতো আবু বকর সিদ্দিকের লেখাপড়ার স্বপ্ন থাকলেও পরিবারের আর্থিক অনটনে সেটা ছিল অনেকটা বিলাসিতার। কিন্তু এই আবু বকর সিদ্দিকই এখন একটু আধটু করে বলতে ও চিনতে পারছে ‘অ, আ, ক, খ’। বাংলা বর্ণমালা চিনতে ও বলতে পারা দূরের কথা, বিদ্যালয়ের আঙিনাতেই কখনও পা রাখারও সুযোগ হয়নি আবু বকর সিদ্দিক (৯)। ছিন্নমূল বাসিন্দাদের সঙ্গে তার আবাস লালবাগ রেলাইন বস্তিতে থাকেন আবু বকর সিদ্দিক । বাবা পেশায় ভিক্ষুক, বাবার এক পা নেই, শহরে ভিক্ষা করে সংসার চালান। ৫ ভাই বোন। ইস্কুলে যাওয়া হয়নি তার। পড়তে ভালো লাগেনা তার। কিন্তু বেশ কিছুদিন থেকে নিয়মিত আলোর মিছিলের পাঠশালায় আসছে আবু বকর। আমরা আশাবাদী। এমন অনেক গল্প নিয়েই সাজানো আমাদের অপরাজিত আলোর মিছিল। আবু বকরের একটা পরিবর্তন আমাদের সবার কাম্য।এরইমধ্যে তার আচার-আচরণেও এসেছে আমূল পরিবর্তন। এখানে-সেখানে বাউন্ডুলের মতো ঘুরে বেড়ানো আবু বকর সিদ্দিক ঠিকই মনের রঙে রাঙিয়েছে নিজের ক্যানভাস। জানতে পেরেছে বাংলার ইতিহাস-সংস্কৃতি। আবু বকর সিদ্দিক মতো ছিন্নমূল শিশু আশা , রুবেল সহ অনেকের স্বপ্ন পূরণের এ পথ করে দিয়েছে অপরাজিত আলোর মিছিল স্কুল। আর উদ্যোগটি নিয়েছেন অপরাজিত আলোর মিছিল নামের স্বেচ্ছাসেবামূলক একটি সংগঠনের স্বপ্নবাজ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের কিছু শিক্ষার্থী। উদ্যমী এ তরুণ্যরাই সমাজের অবহেলিত ও বঞ্চিত শিশুদের মুখে ফুটিয়েছে এক চিলতে হাসি। আঁধার তাড়িয়ে রাঙিয়েছে আপন ভুবন।কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের আশে পাশে বস্তিতে জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কার্যক্রম শুরু করে অপরাজিত আলোর মিছিল। ওই বস্তির শিশুদের করুণ মুখ তাদের নাড়া দেয়। তারা দেখলেন, বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনার আগ্রহ। এসব শিশুদের মা-বাবারাও তাদের সন্তানকে পড়াতে চান। কিন্তু এ স্বপ্ন তাদের কাছে অনেকটাই ‘গরিবের ঘোড়া রোগ’র মতো। উদ্যমী তরুণরা কিছু একটা করার তাগিদ অনুভব করলেন। এ তাগিদ থেকেই শুর হলো চ্যালেঞ্জ। কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের চত্বরে বিকেলে চা’র কাপে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেরাই কোমলমতিদের পড়াশুনার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। এ পাঠশালায় সপ্তাহের ৬ দিন বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলে বর্ণমালা শেখার কসরত। কিন্তু উচ্ছ্বাসে কমতি ছিল না শিশুদেরও। এই তরুণরা শিশুদের নিয়ে নিয়ম করে গাছতলায় অথবা খোলা আকাশের নিচে। বস্তির শিশুদের আলোকিত করার প্রয়াসে। এই দুই ছাত্র জানালো, তারা এখন অ, আ, ক, খ চিনে। বলতেও পারে। পড়তেও ভালো লাগে। শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবরও করেন নিয়মিত।

এ পাঠশালার উদ্যোক্তা উদ্যোগের কথা বলতে গিয়ে জানালেন, ‘বস্তিরর শিশুরা সব সময়ই বঞ্চিত। শিক্ষা, সামাজিক আচার-আচরণ কোনোটিই তাদের নেই। একটা পর্যায়ে এসব শিশু বখে যায়। তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র সুশিক্ষা।শিক্ষার আলোয় এসব শিশুরা আলোকিত হয়ে গড়ে উঠলে আমাদের সমাজটাই বদলে যাবে। আক্ষরিক অর্থেই আমরা এ স্বপ্নেরই বাস্তবায়ন করতে চাই,’ । সময়টা ২২-১০-২০১৫ ইং তারিখ। ৪১ জন সুবিধা বঞ্চিত পথশিশুদের প্রত্যেকের হাতে এক সেট স্কুল ড্রেস এবং একটি করে স্কুল ব্যাগ তুলে দেওয়ার জন্য কারমাইকেল কলেজ ক্যাম্পাসে একটি ছোট খাট ইভেন্ট এর আয়োজন করা হয়েছিল।ওই বছরের ২০ নভেম্বর অপরাজিত আলোর মিছিল বিশ্ব শিশু দিবস পালন করে অপরাজিত আলোর মিছিলের সকল পথশিশুদেরকে নিয়ে মেতে উঠেছিল সীমাহীন আনন্দে। যদি সরকারী বা বেসকারী অথবা ব্যাক্তিগত কোন আর্থিক সহতায় পান তাহলে অপরাজিতা আলোর মিছিল স্কুল হয়ে উঠবে বাংলার এক নবদিগন্তের অধ্যয় ।

সম্পর্কিত সংবাদ

করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু ৭

দিনের বিশেষ নিউজ

করোনায় নতুন শনাক্ত ৭০৯, মৃত্যু ৭

দেশে ২৪ ঘণ্টায় ৭০৯ জনের দেহে নভেল করোনাভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু...

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

অপরাধ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

খেলাধুলা

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্র...

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

বাংলাদেশ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার...