সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

মো:মামুন বিশ্বাস, কারমাইকেল বিশ্ববিদ্যালয় রংপুর থেকে ঘুরে এসে: সমবয়সী আর পাচজন শিশুর মতো আবু বকর সিদ্দিকের লেখাপড়ার স্বপ্ন থাকলেও পরিবারের আর্থিক অনটনে সেটা ছিল অনেকটা বিলাসিতার। কিন্তু এই আবু বকর সিদ্দিকই এখন একটু আধটু করে বলতে ও চিনতে পারছে ‘অ, আ, ক, খ’। বাংলা বর্ণমালা চিনতে ও বলতে পারা দূরের কথা, বিদ্যালয়ের আঙিনাতেই কখনও পা রাখারও সুযোগ হয়নি আবু বকর সিদ্দিক (৯)। ছিন্নমূল বাসিন্দাদের সঙ্গে তার আবাস লালবাগ রেলাইন বস্তিতে থাকেন আবু বকর সিদ্দিক । বাবা পেশায় ভিক্ষুক, বাবার এক পা নেই, শহরে ভিক্ষা করে সংসার চালান। ৫ ভাই বোন। ইস্কুলে যাওয়া হয়নি তার। পড়তে ভালো লাগেনা তার। কিন্তু বেশ কিছুদিন থেকে নিয়মিত আলোর মিছিলের পাঠশালায় আসছে আবু বকর। আমরা আশাবাদী। এমন অনেক গল্প নিয়েই সাজানো আমাদের অপরাজিত আলোর মিছিল। আবু বকরের একটা পরিবর্তন আমাদের সবার কাম্য।এরইমধ্যে তার আচার-আচরণেও এসেছে আমূল পরিবর্তন। এখানে-সেখানে বাউন্ডুলের মতো ঘুরে বেড়ানো আবু বকর সিদ্দিক ঠিকই মনের রঙে রাঙিয়েছে নিজের ক্যানভাস। জানতে পেরেছে বাংলার ইতিহাস-সংস্কৃতি। আবু বকর সিদ্দিক মতো ছিন্নমূল শিশু আশা , রুবেল সহ অনেকের স্বপ্ন পূরণের এ পথ করে দিয়েছে অপরাজিত আলোর মিছিল স্কুল। আর উদ্যোগটি নিয়েছেন অপরাজিত আলোর মিছিল নামের স্বেচ্ছাসেবামূলক একটি সংগঠনের স্বপ্নবাজ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের কিছু শিক্ষার্থী। উদ্যমী এ তরুণ্যরাই সমাজের অবহেলিত ও বঞ্চিত শিশুদের মুখে ফুটিয়েছে এক চিলতে হাসি। আঁধার তাড়িয়ে রাঙিয়েছে আপন ভুবন।কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের আশে পাশে বস্তিতে জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কার্যক্রম শুরু করে অপরাজিত আলোর মিছিল। ওই বস্তির শিশুদের করুণ মুখ তাদের নাড়া দেয়। তারা দেখলেন, বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনার আগ্রহ। এসব শিশুদের মা-বাবারাও তাদের সন্তানকে পড়াতে চান। কিন্তু এ স্বপ্ন তাদের কাছে অনেকটাই ‘গরিবের ঘোড়া রোগ’র মতো। উদ্যমী তরুণরা কিছু একটা করার তাগিদ অনুভব করলেন। এ তাগিদ থেকেই শুর হলো চ্যালেঞ্জ। কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের চত্বরে বিকেলে চা’র কাপে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেরাই কোমলমতিদের পড়াশুনার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। এ পাঠশালায় সপ্তাহের ৬ দিন বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলে বর্ণমালা শেখার কসরত। কিন্তু উচ্ছ্বাসে কমতি ছিল না শিশুদেরও। এই তরুণরা শিশুদের নিয়ে নিয়ম করে গাছতলায় অথবা খোলা আকাশের নিচে। বস্তির শিশুদের আলোকিত করার প্রয়াসে। এই দুই ছাত্র জানালো, তারা এখন অ, আ, ক, খ চিনে। বলতেও পারে। পড়তেও ভালো লাগে। শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবরও করেন নিয়মিত।

এ পাঠশালার উদ্যোক্তা উদ্যোগের কথা বলতে গিয়ে জানালেন, ‘বস্তিরর শিশুরা সব সময়ই বঞ্চিত। শিক্ষা, সামাজিক আচার-আচরণ কোনোটিই তাদের নেই। একটা পর্যায়ে এসব শিশু বখে যায়। তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র সুশিক্ষা।শিক্ষার আলোয় এসব শিশুরা আলোকিত হয়ে গড়ে উঠলে আমাদের সমাজটাই বদলে যাবে। আক্ষরিক অর্থেই আমরা এ স্বপ্নেরই বাস্তবায়ন করতে চাই,’ । সময়টা ২২-১০-২০১৫ ইং তারিখ। ৪১ জন সুবিধা বঞ্চিত পথশিশুদের প্রত্যেকের হাতে এক সেট স্কুল ড্রেস এবং একটি করে স্কুল ব্যাগ তুলে দেওয়ার জন্য কারমাইকেল কলেজ ক্যাম্পাসে একটি ছোট খাট ইভেন্ট এর আয়োজন করা হয়েছিল।ওই বছরের ২০ নভেম্বর অপরাজিত আলোর মিছিল বিশ্ব শিশু দিবস পালন করে অপরাজিত আলোর মিছিলের সকল পথশিশুদেরকে নিয়ে মেতে উঠেছিল সীমাহীন আনন্দে। যদি সরকারী বা বেসকারী অথবা ব্যাক্তিগত কোন আর্থিক সহতায় পান তাহলে অপরাজিতা আলোর মিছিল স্কুল হয়ে উঠবে বাংলার এক নবদিগন্তের অধ্যয় ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

শাহজাদপুর

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ’র উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার-এর নামে সড়ক নামকরণের উদ্বোধন...

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

নানা অব্যবস্থাপণায় চলছে পাবনা সেচ প্রকল্প

পাবনা প্রতিনিধি :-নানা অব্যবস্থাপণার মধ্যদিয়ে চালু রয়েছে পবনা সেচ প্রকল্প। অবহেলা ও অনিয়মের কারণে সেচ প্রকল্পের ভবিষ্যৎ...

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

সম্পাদকীয়

এইডস আতঙ্কের ব্যাপ্তি, প্রতিরোধেই মিলবে মুক্তি

লাইট হাউস শাহজাদপুর ডিআইসি আয়েজিত প্রজেক্ট ফ্যসিলিটেশন টিমের ২০১৫ সালের ১ম সভায় উপস্থাপি...