বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া ও শামছুর রহমান শিশির, শাহজাদপুর : দেশের সর্ববৃহৎ বিল চলনবিলের ১৪ উপজেলার নিম্নাঞ্চল গত কয়েক দিনের ভারীবর্ষণে তলিয়ে গেছে। এ অঞ্চলের হাজার হাজার বিঘা জমির কাঁচা পাঁকা বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চরম কৃষকেরা অার্থিক দিক বিবেচনায় মারাত্বক ক্ষতির সন্মূখীন হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে । অনেকে উপায়ান্ত না পেয়ে বাধ্য হয়ে কাঁচা ও আধাপাঁকা ধান কাটতে শুরু করেছে। নদ-নদী খাল-বিল বৃষ্টির পানিতে ভরে যাওয়া তা নিচু এলাকায় নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় আর বৃষ্টিতে চলনবিলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বৃষ্টিতে চলনবিলের নিচু বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। চলনবিলে এবার রেকর্ড পরিমান জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে । ধান শীষ ফুলে ফেঁপে ওঠায় এ কৃষকেরা অনেক আশায় বুক বাধলেও সেই আশা বৃষ্টির নীচে ধানের মতোই তলিয়ে গেছে । ফলে তারা স্বপ্নভঙ্গের দুঃশ্চিন্তায় বিচলিত হয়ে পড়েছে। চলতি মৌসুমে এ অঞ্চলে আগুর ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু গত কয়েক দিনে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী আর ভারী বর্ষণে বিভিন্ন স্থানে ফুলে ফেঁপে ওঠা আগুর ধান তলিয়ে যাওয়ায় মহাবিপাকে পড়েছে কৃষক। ইতিমধ্যে চলনবিলের বিভিন্ন এলাকার নিচু বোরো ধান ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার জমিতে ধানের শীর্ষ পর্যন্ত পানি বেধে গেছে। বেশির ভাগ এলাকায় পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছে। এতে নামমাত্র ফলন পাওয়া যাচ্ছে। চলনবিলের বিভিন্ন স্থানে কৃষককে কোমর পানিতে নেমে দল বেধে কাঁচা ধান কাটতে দেখা যাচ্ছে । নৌকায় করে সেই ধান আবার পাড়ে আনা হচ্ছে। আধা পাঁকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। উচ্চ মুল্যে শ্রমিক লাগিয়ে কৃষকরা খড় আর কিছু ধান পাওয়ার আশায় বাধ্য হয়ে সেই কাঁচা ধানই কাটছেন। চলনবিলের উল্লাপাড়ার কৃষক মো.শাহজাহান আলী আক্ষেপ প্রকাশ করে জানালেন, বৃষ্টিতে সর্বনাশ করে দিয়ে গেছে। বিলাঞ্চলে তার কয়েক বিঘা জমির কাঁচা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। উচ্চ মূল্যে শ্রমিক লাগিয়ে তিনি খড় আর কিছু ধান পাওয়ার আশায় সেই কাঁচা ধানই কাটছেন। তার মত একই অবস্থা এই বিলের অনেক কৃষকের। তিনি জানান,শুধু বিল নয় এই এলাকার অনেক নিচু আধা পাকা বোরো ধান ক্ষেতে এখন ধানের শীর্ষ পর্যন্ত পানি আটকে আছে। এসব জমিতে ধান কাটতে শ্রমিকদের দ্বীগুন পারিশ্রমিক দিতেও শ্রমিক সংকটে তা যথাসময়ে কেটে ঘরে তোলা সম্ভব হবে কি না, এ ক্ষেত্রেও চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। সেই সাথে ধান কাটার পর নৌকায় পাড়ে এনে তা বহন করে বাড়িতে আনতে দীর্ঘ সময় লাগছে। এতে উৎপাদন ব্যায় বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। ফলনও পাওয়া যাচ্ছে কম। চলনবিলের মাঠে মাঠে বোরো ধানের বাম্পার ফলন হলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কারনে কৃষকরা তা ঘরে তোলো নিয়ে চিন্তিত। আবহাওয়া খারাপ থাকায় বাড়তি টাকাও শ্রমিক মিলছে না। চলনবিলাঞ্চলের ১৪ উপজেলার অনেক মাঠে পাঁকা ধান কাটা শুরু হয়েছে। তবে মজুরি দ্বিগুণ দিয়েও চাহিদা মাফিক শ্রমিক মিলছে না। বৃহত্তর চলনবিলের শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, ভাঙ্গুড়া, চাটমোহর, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, আত্রাই, রাণীনগর, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার নিম্নাঞ্চলে রোপিত হাজার হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। অনেক স্থানে কালবৈশাখী ঝড়ে জমির কাঁচা পাঁকা ধান গাছ নেতিয়ে পড়েছে ও তলিয়ে গেছে । বিস্তৃর্ণ চলনবিলাঞ্চলের নিম্নভাগের ফসলী জমির মাঠে মাঠে কৃষকরা পানিতে নেমে ধান কেটে নৌকায় করে পারে বয়ে আনছে। আবার অনেক কৃষক ডুবে যাওয়া কাঁচা ধান কাটতে বাধ্য হওয়ায় তারা অার্থিকভাবে চরম ক্ষতির সন্মূখীন হয়ে পড়েছে। শুধু শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় নয়, গোটা চলনবিলাঞ্চলে হাজার হাজার বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া এমন থাকলে বাম্পার ফলনের পরও কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

অপরাধ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

ডিএসসিসির মেয়র ইশরাক, ইসির গেজেট জারি

বাংলাদেশ

ডিএসসিসির মেয়র ইশরাক, ইসির গেজেট জারি

আজ সেখান থেকে ইতিবাচক সম্মতি পেয়ে সিইসি তার কক্ষে অন্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে সভা করে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত ন...

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

খেলাধুলা

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্র...