শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের প্রত্যন্ত এক পল্লী রাউতারা গ্রামের সফল ও দেশের একমাত্র মডেল ডেইরি ফার্ম ও বায়োগ্যাস প্লান্টের মালিক মিসেস এলিজা খান প্রত্যন্ত এক গাঁওগেরামে থেকে দেশের গো-খামারীদের জন্য রীতিমতো বহুমুখী আয়ের উজ্জ্বল ও অনুপম নজির স্থাপন করেছেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর নিয়মিত সঠিক তদারকীর ফলে তার মডেল ডেইরি ফার্ম থেকে প্রাপ্ত গোবরে দুর্লভ পদ্মফুল ফোটাতে সক্ষম হয়েছেন। তার ডেইরি ফার্মে গাভী থেকে দুগ্ধ উৎপন্নের পাশাপাশি গোবর থেকে মিথাইল নামীয় গ্যাস,বিদ্যুৎ ও কৃষিপ্রধান এ দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট মানের জৈবসার প্রস্তুত করে দেশবাসীর জন্য অত্যন্ত ভালো একটি সংবাদ নিয়ে এসেছেন। বিশেষজ্ঞ মহলের মতে,‘সরকারি ভাবে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) ও পল্লী উন্নয়ন একাডেমীর মাধ্যমে দেশের গর্বিত নারী, সফল সমবায়ী খামারী, শাহজাদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস এলিজা খান তরুণের ডেইরি ফার্ম ও বায়োগ্যাস প্লান্টের আদলে দেশের প্রতিটি খামারে একটি করে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ঋণসহায়তাসহ ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহন করা হলে রাতারাতি পাল্টে যাবে দেশের গ্রামীন অর্থনীতির চিত্র। মিসেস এলিজা খান মডেল ডেইরি ফার্ম ও বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনকালে আলাপহয় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর সাথে। আলাপকালে তিনি জানান, ‘কৃষিপ্রধান এ দেশের জন্য এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্যতা বজায় রাখার জন্য ফসলী জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাষকের ব্যবহার কমিয়ে এনে জৈবসার ব্যবহারে কৃষকদের উদ্ধুদ্ধ করে তুলতে হবে। এটি এক দিনে সম্ভব নয়। তার পরেও মিসেস এলিজা খানের মতো প্রতিটি গো-খামারে একটি করে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য যদি সরকারি ভাবে যথাযথ উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয় তাহলে গবাদীপশু সমৃদ্ধ এলাকার গো-খামারীদের পাশাপাশি দেশের কৃষক ও দেশ সার্বিকভাবে উপকৃত হবে।’ গবাদীপশু সমৃদ্ধ জনপদ পাবনা সিরাজগঞ্জের বেশ কয়েকজন গো-খামারীদের সাথে কথা বলে জানা গেছে, ‘বায়োগ্যাস কি তাই তারা জানেন না। আর গোবর থেকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী উৎপন্ন হচ্ছে ও জৈবসার উৎপাদিত হচ্ছে তা তারা প্রথম শুনলেন। শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আঙ্গারু, বৃ-আঙ্গারু ও রাউতারা গ্রামের গো-খামারী সোহেল রানা, সাইফুল ইসলাম ও আব্দুল মতিন বলেন, ‘হুহছি এলিজা খানের বাড়িতে গোবর দিয়্যা কারেন (বিদুৎ), গ্যাস তৈরি হচ্ছে। আবার কারেন ও গ্যাস তৈরি হবার পর নাকি আবার সারও তৈরি হচ্ছে। কিন্তু এই বায়োগ্যাসের কথা হুইন্যা তো আমাগরেও মন চায় গোয়াইলঘরের (গো-খামার) পাশে এরকম কিছু একট্যা পেলান ট্যেলান করি, কিন্তু এত ট্যেকা পামু কোনে! আবার এ পেলান ট্যেলান কিবাবে চালামু তাও তো জানিনা। যদি সরকার আমাগরে গোয়াইলগরের (গো-খামারের) পাশে এরকম একট্যা কিছু বানা (স্থাপন) দিলোনি তালি তো বালোই (ভাল) ওইলোনি।’ এ সময় তারা আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, ‘আমাগরে মতো গরীবগরে কপালে কি গবর থেইক্যা এত কিছু বানাইয়্যা (উৎপন্ন) বেশি বেশি কামাই (আয়) করা মানায়। আমাদের কথা কি সরকার হুইনবে!’ শাহজাদপুর উপজেলা পশুসম্পদ অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গবাদীপশুর মোট সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭শ’৮৫ টি। এর মধ্যে দেশী জাতের গরুর সংখ্যা ৮৪ হাজার ৩শ’ ৭৬ টি। সংকর জাতের গরুর সংখ্যা ১ লাখ ২০ হাজার ১শ’ ২০টি। বেসরকারী দুগ্ধ খামার ৩ হাজার ৬ শ’৫০ টি। রেজিষ্ট্রিকৃত খামারের সংখ্যা ২ হাজার ৫ শ’ ৮৮ টি। দেশী বক্না গরুর সংখ্যা ১৩ হাজার ৬ শ ৯২ টি, দেশী এঁড়ে বাছুরের সংখ্যা ২৮ হাজার ৩ শ’২০টি, বক্না বাছুরের সংখ্যা ১৯ হাজার ৫ শ’ ৩৬ টি। সংকর জাতের বকনার সংখ্যা ১৪ হাজার ২শ’টি, সংকর জাতের বকনা বাছুরের সংখ্যা ২৫ হাজার ৪ শ’ ৭৫ টি। সরকারি শুমারী অনুসারে কাগজে কলমে শাহজাদপুরে গবাদীপশুর সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭শ’৮৫ টি হলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশী। গো-খামারীরা জানায়, পরিণত বয়সে একটি উন্নতজাতের গরু থেকে দিনে প্রায় ১৫ কেজি থেকে ২০ কেজি গোবর পাওয়া যায়। শাহজাদপুরের সর্বমোট গরু থেকে দিনে প্রায় ৪০ লাখ কেজি গোবর সংগ্রহীত হচ্ছে। একটি পরিণত বসয়ের গরু থেকে যে পরিমান গোবর দিনে পাওয়া যায় তা দিয়ে প্রায় অর্ধেক বস্তা জ্বালানী (স্থানীয় ভাষায় ঘষি) তৈরি হচ্ছে। প্রত্যেক বস্তা জ্বালানী (স্থানীয় ভাষায় ঘষি) শাহজাদপুরের গাঁও গেরামে একশ বিশ টাকা থেকে একশ আশি টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে শাহজাদপুরে দিনে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার গোবর বিনষ্ট করে জ্বালানী (স্থানীয় ভাষায় ঘষি) তৈরি করা হচ্ছে। আর পাবনা ও সিরাজগঞ্জসহ সারাদেশে প্রতিদিন যে কি হারে মূল্যবান সম্পদ গোবর নষ্ট হচ্ছে তার আর বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞ মহলের মতে, ‘ প্রাচীন অজ্ঞতার বেড়াজাল ডিঙ্গিয়ে দেশ সামনের দিকে, ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে। এই ডিজিটাল দেশের জন্য আর এ্যানালগ চিন্তা করলে চলবে না। ডিজিটাল দেশের জন্য ডিজিটাল চিন্তাই করতে হবে। সে হিসাবে দেশের প্রতিটি গো-খামারের পাশে সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় মিসেস এলিজা খানের মতো একটি করে বায়োগ্যাস প্লান্ট তৈরির উদ্যোগ নেওয়া অতীব জরুরী হয়ে পড়েছে। এতে করে প্রতিটি গো-খামারীরা দুগ্ধ উৎপাদনের পাশাপাশি বায়োগ্যাস উৎপাদন করে গ্যাসচালিত জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের জ্বালানী ও বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবেন। পাশাপাশি উৎপন্ন বাড়তি বিদ্যুৎ, বায়োগ্যাস এবং পরিবেশবান্ধব জৈবসার সরবরাহ ও বিক্রি করে স্বল্প সময়ের মধ্যেই গো-খামারীরা আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবেন। যা জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়ে ডিজিটাল দেশ গড়ায় ও কৃষিপ্রধান দেশে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে ও খরচ কমাতে সহায়তা করবে। এতে কৃষক ও দেশবাসী উপকৃত হবেন। এজন্য সরকারকে অবিলম্বে মিসেস এলিজা খানের আদলে দেশের প্রতিটি গো-খামারে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।’

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার  অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

অপরাধ

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রবিবার দ...