বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সৈয়দ শামীম শিরাজী, সিরাজগঞ্জ: গ্রামীণ প্রাচীন ঐতিহ্যবাহী কামার শিল্প নানা সংকটে আজ প্রায় বিলুপ্তির পথে। প্রয়োজনীয় উপকরণের অভাবে, কারিগরদের মজুরিবৃদ্ধি, তৈরি সামগ্রী বিক্রয় মূল্য কম, কয়লা মূল্যবৃদ্ধি, বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের স্টিল সামগ্রী আমদানীসহ চরম আর্থিক সংকট ও উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকায় কামার শিল্পটি আজ প্রায় বিলুপ্তির পথে। কিন্ত আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশি প্রযুক্তি দা, কুড়াল, বেকি, খুন্তি, কাটারিসহ ছোট বড় ছুরি বানাতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কামাররা। হাটবাজারসহ বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই পৌরশহরের বাইরে থেকে গ্রামের লোকজনেরা গরু মহিষ, ছাগল জবাই ও গোশতের কাজের জন্য কামারিদের কাছে প্রয়োজনীয় ধারালো দেশি তৈরি চাকু, বটি, কাটারি, ও ছোট বড় সাইজের ছুরি তৈরির আগম অর্ডার দিতে শুরু করেছেন। তাই প্রত্যেক কামারের দোকানে শুধু টং টং শব্দে এখন মুখরিত। আসন্ন ইদুল আযহাকে সামনে রেখে কামার কর্মকাররা সারাবছরের তুলনায় বর্তমান রাতদিন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখানকার কর্মকারদের নিপুণ হাতেগড়া তৈরি বটি, ছুরি, কাটারি, কুঠার, লাঙ্গলের ফলাসহ বিভিন্ন সাইজের লৌহজাত দ্রব্য তৈরি করে থাকেন। সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল হাটের কর্মকার শাহালি এবং বাহিরগোলা বাজারের পলাশ কর্মকার জানান, লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা আমাদের পেশা, বাপ, দাদার পৈত্রিক সূত্রে আমি এই পেশার সাথে জাড়িত আছি। এখানে একটি মাঝারি ধরনের দা ও কাটারি তৈরি করে ওজন অনুযায়ী দুশ’ হতে তিনশ’ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর ক’দিন পরই ঈদুল আযহা। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জ কামারপাড়াগুলোতে টুং টাং শব্দে চলছে নির্ঘুম কর্মব্যস্ততা কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহৃত দা-বঁটি, ছুরিসহ হরেকরকমের জিনিস তৈরি ও ধারানোর জন্য কামাররা গভীর রাত অবধি কাজ করছেন। গতকাল কামারখন্দ কামারপাড়ায় গিয়ে দেখা যায়, লোকজন পুরনো দা-বঁটি নিয়ে আসছেন ধার দেয়ার জন্য। তবে অনেকেই আসছেন নতুন ছুরি কিংবা দা কিনতে বা বানানোর অগ্রিম অর্ডার দিয়ে যেতে। সেখানে কামারের দোকানে আসা ওহিদ মিয়া বলেন, ঈদের দিন দুই আগে দা-বঁটি নিয়ে দৌঁড়াদৌঁড়ি করা সম্ভব হয় না। তাই প্রতি বছরই আমি কোরবানির অন্তত ১৫ দিন আগে দা-বঁটিতে ধার দিই। এবারো এসেছি। সিরাজগঞ্জের কামারখন্দে সবচেয়ে বেশি কামারের দোকান রয়েছে। এখানে প্রায় শতাধিক কামার কাজ করেন। বছরের বেশির ভাগ সময় তাদের একটা ব্যস্ততা থাকে কিন্তু কোরবানির সময়টা তাদের জন্য ভরা মৌসুম। এ সময়ে দম ফেলার ফুরসত নেই। কামারখন্দ বাজারের কামার নারায়ণ জানান, এই মৌসুমে তার দৈনিক বিক্রি হয় আট থেকে ৫/৭ হাজার টাকা। কোনো কোনো দিন আরো বেশি। দা কিংবা ছুরি ধার দেয়ার জন্য তিনি নেন ২০-৫০ টাকা। এক যুগেরও বেশি সময় ধরে কামারের কাজ করে যাওয়া নারায়ণ এ পেশা ছাড়তে রাজি নন। তিনি এ পেশায় বেশ সফলতা লাভ করেছেন বলেও জানান। তবে ভিন্ন অভিব্যক্তি প্রকাশ করলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের কামার হরি দাস। তার বক্তব্য, কামার শিল্প এখন আর আগের জায়গায় নেই। এখন এগুলো মেশিনেই তৈরি হচ্ছে। গত কয়েক বছর দেখা যাচ্ছে, বাজারে পাকা লোহার ছুরির চেয়ে চাইনিজ ছুরিই বেশি চলছে। তিনি আরো বলেন, কামাররা যে পরিমাণ পরিশ্রম করে সে অনুযায়ী তারা মাইনে পায়। সেখানে একটা দেশি ছুরি দাম ২০০ টাকা সেখানে একটি চাইনিজ ছুরি পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। আর সারা বছর তো কাজ নেই বললেই চলে। বলুন, এ শিল্প বাঁচবে কীভাবে? এব্যাপারে তাই ভুক্তভোগিরা এ শিল্পকে বাচিয়ে রাখার জন্য সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ ও সরকারের পৃষ্ঠপোশকতা কামনা করেছে।     সূত্র: https://www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

অপরাধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

শাহজাদপুর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আউয়াল মাস্টারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আউয়াল মাস্টার (৭৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) স...

কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

জাতীয়

কবিগুরু রবীন্দ্রনাথ সাধারন মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ - নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

কবিগুরু ১৬১তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। সেইসাথে উৎসবের...

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

বাংলাদেশ

বান্দরবানে জুম ঘর থেকে গলাকাটা মহিলার লাশ উদ্ধার

জুম ঘর থেকে বান্দরবানে মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মার্চ) দিবাগত রাতে পাহাড়ের জুম ঘর থেকে উদ্ধার...