শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শিলাইদহে সর্বপ্রথম তিনি উন্নত জাতের ভূট্টা, ধান ও অন্যান্য ফসলের আবাদ প্রচলন করে। সিরাজগঞ্জের শাহাজাদপুরে তার কর্মকান্ডের স্বাক্ষর ছড়িয়ে আছে। বিখ্যাত গল্প “পোস্ট মাষ্টার” খ্যাত শাহাজাদপুর কুঠি বাড়ি অনতিদূরে পোতাজিয়ার ঘোষেরা দুগ্ধজাত দ্রব্যাদি তৈরির জন্য প্রসিদ্ধ ছিল। কবি তাদের উন্নত প্রজাতীর গাভী ও চারন ভূমি দান করেন। লাল রঙের এই গাভী ১৫ লিটার পর্যন্ত দুধ দেয় যা “ পাবনা ব্রিড” নামে সারাদেশে সমাদৃত। প্রকৃতির সন্তান রবীন্দ্রনাথ ছিলেন একজন বৃক্ষপ্রেমিক। বৃক্ষ সম্পর্কে কবিতা রচনা করেছেন। রবীন্দ্রনাথের “বনবানী”,“বৃক্ষ বন্দনা” তার জলজ্যান্ত উদাহরণ। দৃপ্তকন্ঠে উদাত্ত আহবান করেছেন, “দাও ফিরে সে অরণ্য, লও এ নগর”। তিনি নিজে বৃক্ষ রোপণ করেছেন। বৃক্ষ রোপণ উৎসবকে কেন্দ্র করে গান রচনা করেছেন এবং প্রাচীন ভারতের মুনি ঋষিদের তপোবনের আদলে শান্তিনিকেতন-এর পরিকল্পনা করেছেন। এর লক্ষ্য ছিল আজীবন বৃক্ষের সাথে থাকা। পল্লী উন্নয়নকে নিশ্চিত করার জন্য তিনি রাজনীতিও করেছেন। পাবনায় অনুষ্ঠিত কংগ্রেসের সভায় কৃষি, কুটির শিল্প, কৃষি ঋণ ও সমবায় ভিত্তিক পল্লী উন্নয়নের জন্য বাস্তবসম্মত একটি পরিকল্পনা পেশ করেন। কৃষকদের তিনি খুবই ভালোবাসতেন। কৃষকদের উন্নয়নে কাজ করার জন্য রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করেছেন। রবীন্দ্র সংকলন থেকে জানা যায়, ১৮৯১ সালে পতিসরে কবি প্রথম আসেন। সেখানে চর্মসার, শীর্ণ, অনাহারক্লিষ্ট চলমান নরকংকালবত কৃষক প্রজার ব্যথায় সমভাবে ব্যথিত হয়েছিলেন। কৃষকের উন্নতির অদম্য আগ্রহ ছিল কবির। তিনি তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত করেন বিদ্যালয় ও দাতব্যচিকিৎসালয়। কৃষি উন্নয়নকল্পে পতিসরে কৃষি, তাঁত ও আখ সমবায় সমিতি গড়ে তোলেন। নিরক্ষর ও গরিব কৃষকদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ১৯০৫ সালে পতিসরে কৃষি ব্যাংক স্থাপন করেন। নোবেল পুরস্কারের অর্থের এক লক্ষ আট হাজার টাকা মূলধন হিসাবে প্রদান করেন। তিনি পতিসরে কাঠের লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করেন। আমেরিকায় অর্জিত অভিজ্ঞতায় নিজেই তা চালনা করেন। রবি ঠাকুরের ইচ্ছায় রথীন্দ্রনাথ ও বন্ধুপুত্র সন্তোষ মজুমদার কে আমেরিকায় কৃষি শিক্ষায় উচ্চ শিক্ষিত হওয়ার জন্য পাঠান। পরবর্তী বিভিন্ন কাজে কবি তাদের কাছ থেকে সহযোগিতা নেন। আতœনির্ভরশীল হওয়ার জন্য তিনি জমিদারির বিশাল অঞ্চলকে জোনিং বা বিভাগ পদ্ধতি চালু করেন। হিতৈষী সভা চালু করার উদ্যোগ নেন। হিতৈষী সভা মূলত কৃষি পরিবারগুলো দ্বারা সদস্য নির্বাচিত করত। এই সভায় উদ্দেশ্য ছিল গ্রামীণ কৃষি পরিবারগুলোর মঙ্গল ও উন্নতি করা। তিনি কৃষি কৃষকদের তথা গ্রামীণ চিন্তা ভাবনাগুলো নান্দনিকতার সাথে ফুটিয়ে তুলেছেন। ধর্মগোলা (শস্য ব্যাংক), পঞ্চায়েত রাজ এসব ধারণা গুলো রবি ঠাকুরের মাথা থেকেই এসেছে। শুধু কৃষিই নয় বরং হস্তশিল্প, কুটির শিল্পের প্রতিও তার বিশাল অবদান রয়েছে। পতিসারে স্কুলে তিনি সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা চালু করেন। পতিসারে তিনি বিজ্ঞানভিত্তিক মাছচাষ এর উদ্যোগ গ্রহণ করেন। উন্নয়নের জন্য সমবায় ভিত্তিতে তিনি চাল কল চালুর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন। কৃষকদের দুরাবস্থা থেকে উৎরানোর ব্যাপারে তিনি দিনের পর দিন এবং রাতের পর রাত চিন্তা ভাবনা করতেন। তিনি নিজেই গ্রামীণ কৃষিজ অর্থনৈতিক অবস্থা উন্নতিকল্পে এক্সপেরিমেন্ট করা শুরু করেন। তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, কৃষি তথা কৃষকদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে কৃষির আধুনিকায়ন একমাত্র সোপান। কৃষির আধুনিকায়ন বলতে বিজ্ঞানভিত্তিক চাষাবাদ, শক্তি ও কৃষি যান্ত্রিকীকরণ। উপযুক্ত প্রযুক্তি নির্বাচন এবং ফসল উৎপাদনে প্রযুক্তি ব্যবহারে উদ্যোগ ছিল রবি ঠাকুরের। গতানুগতিক কৃষি বিদ্যাকে পরিহার করে বিজ্ঞান ও শক্তির দ্বারা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় তার চিন্তা ছিল সবসময়। কবি সাহিত্যিক হওয়া সত্ত্বেও তিনি ছিলেন বিজ্ঞানের বরপুত্র, কৃষিতে নতুন প্রযুক্তির উৎসাহী। কাল্পনিক শক্তির পাশাপাশি বিজ্ঞানের ছোঁয়ায় আবদ্ধ করেছিলেন কৃষি সেক্টরকে। চাহিদা ও বাজার দর এর বিষয় ভেবে চিন্তে নতুন ফসলের কথা বলতেন। কৃষককের অর্থনৈতিক লাভের কথা ভাবতেন। নতুন নতুন জাত চাষে উৎসাহিত করতেন। খামার পরিকল্পনা, ফসল পরিকল্পনা এমনকি কৃষিকাজের কৌশলের ব্যাপারে রবি ঠাকুরের উদ্যোগ ছিল। কৃষি বিজ্ঞানে জ্ঞানার্জন না করেও তিনি যেন একজন পরিপক্ক কৃষিবিদ। সাহিত্যে নিজস্ব এক জগত সৃষ্টির পাশাপাশি কর্মী হিসাবে কৃষিতে গবেষণা, আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার, সমবায়, কৃষি ঋণসহ সার্বিক উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছেন। যা বর্তমান সময়ের কৃষির উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

শাহজাদপুর

শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

জাতীয়

বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস

“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

জাতীয়

কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

বেলকুচিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ

বেলকুচি

বেলকুচিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ

বেলকুচি প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ টি পরিবারের মধ্যে চাউল ও শুকনা খাবার...