মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
তিনদিন ধরে ঢাকায় দুধ সরবরাহ বন্ধঃ বিভিন্নস্থানে তরল দুধের কৃত্রিম সংকট শিশু স্বাস্থ্য ঝুঁকির মুখে। 27.02.15 শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার গেটে তালা দিয়ে ছাটাইকৃত শ্রমিকদের অবস্থান ধর্মঘট কর্মসূচী শুক্রবার তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ছাটাইকৃত শ্রমিকরা চাকরীতে পূর্ণবহালের দাবিতে গত বুধবার থেকে চাকরীতে পূর্ণবহাল না করা পর্যন্ত বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার প্রধান গেটে তালা লগিয়ে অনির্দিষ্ট কালের জন্য লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছে। শ্রমিকদের এই আন্দোলন অব্যাহত থাকায় গত ৩ দিন ধরে বাঘাবাড়ি কারখানা থেকে ঢাকায় দুধ সরবাহ বন্ধ রয়েছে। এমন কি গেট বন্ধ থাকার কারনে ঢাকা থেকে ফিরে আসা দুধ বহনকারী ট্যাংকলরী কারখানার ভিতরে ঢুকতে না পেরে গেটের সামনের রাস্তায় দার করিয়ে রাখা হয়েছে। অপরদিকে কারখানার ভিতরে কোন গাড়ি বাইরে বের হতে না দেওয়ায় দুধ বহনকারী গাড়ি ঢাকায় যেতে পারছেনা । ফলে বাঘাবাড়ি মিল্কভিটা কর্তৃপক্ষ ধারনক্ষমতার অতিরিক্ত দুধ মজুদ থাকায় এবং মজুদাগারে আর ধারনক্ষমতা না থাকায় কৃষক ও খামারীদের কাছ থেকে দুগ্ধ ক্রয় বন্ধ করে দিয়েছে। ফলে শাহজাদপুর সহ পাবনা-সিরাজগঞ্জ জেলার প্রায় ৫ লাখ লিটার দুধ নিয়ে কৃষকেরা চরম বিপাকে পড়েছে। তারা ক্রেতার অভাবে বোতলজাত পানির চেয়ে কমদামে দুধ বিক্রি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপরদিকে দুধের সরবরাহ বেশি থাকায় এ এলাকার প্রায় ২০ টি বেসরকারী দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান দুধের ক্রয়মূল্য ৫ টাকা থেকে ৭ টাকা করে কমিয়ে দিয়েছে। ফলে কৃষকরা খুচরা বাজারে ৪৫ টাকা লিটারের দুধ ২৫ টাকা থেকে ৩০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আন্দোলনকারী শ্রমিকরা জানান, বিগত তত্বাবধায়ক সরকার আমলে অতিরিক্ত জনবল নিয়োগ দেখিয়ে মিল্কভিটার ৪৭৩ জন শ্রমিক-কর্মচারী ছাটাই করা হয়। গত ৬ বছরে কয়েকধাপে ৪০৩ জন কে চাকরীতে পূর্ণবহাল করা হলেও ৭০ জন শ্রমিককে এখনো চাকরী ফিরিয়ে দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে আর্থিক অভাব অনটনে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা দূর্বিসহ হয়ে উঠেছে। ফলে তারা বাধ্য হয়ে এ আন্দোলন শুরু করেছে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানান। শ্রমিক নেতা শরিফুল ইসলাম,আজমত আলী,শাহআলম,মজিবর রহমান,বিপ্লব আহমেদ,মিজানুর রহমান ও স্বপন জানান, তাদের ঘরে এতোটাই অভাব দেখা দিয়েছে যে, চাল ডাল কেনার মতোও তাদের আর্থিক কোন সামর্থ নেই। ফলে পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনাহারে অর্ধাহারে। অর্থাভাবে আদরের সন্তানদের লেখা পড়া বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ঋণে জর্জড়িত হয়ে পড়ায় ঋণ পরিশোধ করতে না পেরে বাড়ি ঘর ছেড়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় তাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় তারা নিরুপায় হয়ে এ আন্দোলন শুরু করেছে। তারা আরো জানিয়েছে। চাকরীতে পূর্ণবহাল না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা আরো জানায়, এ ৭০ জনকে চাকরীতে পূর্ণবহালের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ইতি মধ্যেই অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মিল্কভিটার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদার একঘুয়েমি করে আমাদের পূর্ণবহাল করছেননা। ফলে আমরা চাকরীতে পূর্ণবহালের পাশাপাশি মিল্কভিটার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদারের অবিলম্বে অপসারনের দাবিতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ম্যানেজার ডাঃ ইদ্রিস আলী জানান,শ্রমিকদের ধর্মঘটের কারনে ঢাকায় দুধ পাঠানো সম্ভব হচ্ছেনা । এছাড়া কারখানার দুধ মজুদাগারে জায়গা না থাকায় বাধ্য হয়ে খামারীদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অবিলম্বে এ সমস্যা দ্রুত সমাধান হবে। এদিকে মিল্কভিটার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদারের সাথে এ ব্যাপারে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে মিল্কভিটা পরিচালনা কমিটির সহ সভাপতি শফিকুর রহমান বলেন, ছাটাইকৃত শ্রমিক-কর্মচারিদের পূর্ণবহালের বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয় অবহিত করা হয়েছে। তিনি ছাটাইকৃত শ্রমিকদের পূর্ণবহালের জন্য মিল্কভিটার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদার কে নির্দেশও দিয়েছেন। কিন্তু মিল্কভিটার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদার সাহেব এ ব্যাপারে অনুমোদন না দেওয়ায় শ্রমিকেরা তার উপর ক্ষুব্ধ হয়ে এ আন্দোলন সংগ্রাম শুরু করেছে। বিষয়টি দ্রুত সমাধানেরজন্য আমি সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। এদিকে আন্দোলনের কারনে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানা থেকে তিনদিন ধরে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিশুখাদ্য তরলদুধের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিশু স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। অপরদিকে শাহজাদপুরে তরল দুধের দাম পানির চেয়ে কম হলেও ঢাকা সহ বিভিন্ন স্থানে দুধের কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ায় প্যাকেটজাত ও খোলা তরল দুধের দাম লিটার প্রতি ৫/৭ টাকা বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

আসন্ন শাহজাদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. এসএ হামিদ লাবলু

রাজনীতি

আসন্ন শাহজাদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিএনপি-জামায়াত জোট সরকারের ২য় মেয়াদী ১০ বছরের শাষণামলে...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

অপরাধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ৬০ লাখ ৮৪ হাজার টাকার হদিস মিলছে না

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক যেন প...

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

শাহজাদপুর

শাহজাদপুরে রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতনপাড়া মহল্লার ঐতিহ্যবাহী রূপপুর দ্বো-তলা জামে মসজিদের কমিটি

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

শাহজাদপুর

পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদ...