শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

550032_n

নিহাল খান , শাহজাদপুর : আজ রবিবার ২৫ শে বৈশাখ বাঙালীর প্রানের কবি,  বিশ্বকবি কবিগুরু  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্ম জয়ন্তী। জন্মবার্ষিকী  উপলক্ষে সিরাজগঞ্জ জেলার  শাহজাদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও সাজসাজ রব বিরাজ করছে। প্রতি বছরের ন্যায় এবারো সরকারি উদ্দোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে  রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিন ব্যাপী ব্যাপক বর্ণাঢ্য নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদায় ও উদ্দীপনার মধ্য দিয়ে ২৫,২৬ ও ২৭ বৈশাখ  তিনদিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব  পালিত হবে।  রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে নতুন রুপে সাজানো হয়েছে রবীন্দ্র কাছারি  বাড়িসহ আশপাশের এলাকা। ২৫,২৬,২৭ বৈশাখ (৮মে - ১০ মে) কাছারি বাড়িতে নাচ, গান, রবীন্দ্র সংগীত পরিবেশন, আবৃতি, কবিতা আলেখ্য, নৃত্য, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভার  পাশাপাশি  শাহজাদপুর মডেল  পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলবে ৭দিন ব্যাপী রবীন্দ্র ও বৈশাখী মেলা-১৪২৩ । জন্মজয়ন্তী অনুষ্ঠানকে শাহজাদপুরের বিভিন্ন স্থানে ব্যানার, পোষ্টার, ফেষ্টুন ও তোরন নির্মান, রবিন্দ্র ঠাকুরের নানা রঙের মুখাকৃতি, আলপনা দিয়ে সাজানো হয়েছে। এছাড়া রবীন্দ্র কাছারী বাড়ীকেও  সাজানো হয়েছে নতুন রূপে।  আজ ২৫ বৈশাখ প্রথম দিনের অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর মমাননীয় মন্ত্রী আলহাজ্ব  মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী  আসাদুজ্জামান নুর এমপি , স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, হাবিবে মিল্লাত মুন্না, গাজী আমজাদ হোসেন মিলন, তানভির ইমাম ও আঃ মজিদ মন্ডল এমপি। আজ সকালে ঢাকা থেকে আগত শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। আর বিকালে শাহজাদপুর এর স্থানীয় শিল্পীববৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। সন্ধায় আলোচনা সভা এবং প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হবে।  ২য় দিন  (২৬ শে বৈশাখ)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ,টি ইমাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ৩য় দিন অর্থাৎ শেষ দিন (২৭ শে বৈশাখ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ৩ দিন ব্যাপী এই বর্ণাঢ্য  অনুষ্ঠানে দেশের  খ্যাতনামা শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃত্তি করবেন। এই অনুষ্ঠানকে ঘিরে পুরো শাহজাদপুরের জনসাধারনের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠান চলাকালীন পুরো শাহজাদপুর এলাকায় সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।  উল্লেখ্য যে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন। কিন্তুু এখনো ক্লাস চালু হয়নি। ফলে শাহজাদপুরবাসী হতাশ হয়ে পরেছে। তারা অবিলম্বে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর দাবী জানিয়েছে। শাহজাদপুর সরকারি কলেজ, পাইলট হাই স্কুল, এহিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুমে অথবা, ভাড়া করা ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করা যেতে পারে। তারা ২৫ শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী সেশন থেকে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর ঘোষনা দাবী করেছেন। এদিকে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর গত বছর বিশ্ব কবির ১৫৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত শাহজাদপুরের রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এই ভিত্তি প্রস্তর স্থাপন করায় শাহজাদপুরবাসির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তারা এ উপলক্ষে ৩দিন ব্যাপি আনন্দ উৎসব পালন করে। কিন্তুু গত এক বছরেও এর ক্লাস চালু, ভিসি, পিডি নিয়োগ ও অবকাঠামোগত ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায় শাহজাদপুরবাসি হতাশ হয়ে পরেছেন। তাই শাহজাদপুরবাসীর প্রানের দাবি অতি দ্রুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেশন ক্লাস কার্যকম শুরু করা হোক হোক। যাতে করে এবারের ২০১৬  সালের এইচএসসি পরীক্ষার্থীরাও ভর্তি হতে পারে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

অপরাধ

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

জানা-অজানা

কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!

শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

শাহজাদপুর

শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য জবাই করে হত্যা! আটক ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া বটতলার মুদি দোকানী রইচ উদ্দিনের নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...