গত ১৫ জুন ইভিএম পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী অধ্যুষিত দূর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় অর্জনের পথ মোটেও মসৃণ ছিলো না, কন্টকময় ছিলো পদে পদে ! ১৮ হাজার ৪’শ ৫১ জন ভোটারবিশিষ্ট সোনাতনী ইউনিয়নের ভৌগলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা ছিলো দূর্গম, নাজুক ও শাহজাদপুর উপজেলা থেকে প্রায়ই বিছিন্ন। তার পরেও ৩ বারের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম ফজলু শাষিত বিএনপি জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত যমুনার দূর্গম চরাঞ্চল সোনাতনী ইউপি'র এ নির্বাচনে নৌকা প্রতীকের অবস্থা নিভূ নিভূ প্রদীপের মতোই মনে হচ্ছিল! এবারের নির্বাচনে নৌকার প্রধান প্রতিন্দন্দ্বী সেই ৩ বারের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম ফজলুর ছেলে বিএনপি নেতা আসারস প্রতীকের প্রার্থী মোঃ রুবেলসহ ৫ প্রার্থীকে জনগণের প্রত্যক্ষ ভোটে পরাজিত করে নৌকার অভূতপূর্ব বিজয় রীতিমতো অসাধ্য সাধন ও চ্যালেঞ্জের বিষয়ই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকসহ অনেকেই। সকল বাঁধা, বিপত্তি ও প্রতিবন্ধকতা দূর করে যমুনার খন্ড খন্ড দূর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় নিভে যাওয়া নৌকা প্রদীপকে (রূপকার্থে) জ্বাজল্যমান প্রদীপে রূপ দিয়ে বিএনপি জামায়াতের ঘাঁটিকে সমূলে উৎপাটন করে সোনাতনী ইউনিয়নকে নৌকার ঘাঁটিতে পরিণত করে ৫ প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লুৎফর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করার পেছনে, নৌকার অভূতপূর্ব ওই বিজয়ের নেপথ্যে যে হেভিওয়েট জননেতার নাম সোনাতনী ইউনিয়নবাসীসহ শাহজাদপুরবাসীর মুখে মুখে উঠে এসেছে তিনি হলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, বাঙালি সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কামিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেসের সফল আহবায়ক, ২ বারের সফল সাবেক এমপি, শাহজাদপুরবাসীর প্রাণের স্পন্দন, আশা-ভরসার স্থল, শাহজাদপুরের মাটি ও মানুষের ভালোবাসার নাম হেভিওয়েট নেতা প্রিয় নেতা জননেতা চয়ন ইসলাম।
জানা গেছে, নির্বাচনের শুরুতেই দক্ষ হাতে জননেতা চয়ন ইসলাম শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে ৪০ সদস্যের একটি এডভান্স টিম সোনাতনীতে পাঠিয়ে প্রথমে সোনাতনীর ভোটারদের মানষিক অবস্থা পর্যালোচনা করান। পরবর্তীতে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নিজেই যমুনার দূর্গম বানতিয়ার চরে উপস্থিত হয়ে দলীয় বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সমন্বয় সাধনে সক্ষম হন। অতপরঃ এ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে তিনি বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তন্মদ্ধে, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রের জন্য ১০ থেকে ১৫ সদস্যের টিম গঠন করিয়ে প্রতিদিন চরাঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করান। এ কারণে প্রান্তিক ভোটারদের মধ্যে নৌকার পক্ষে ভোট দেয়ার প্রবণতা প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়তে থাকে। প্রিয় নেতা জননেতা চয়ন ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে নৌকার ভোটব্যাংক বৃদ্ধিতে নেতার নির্দেশনা বাস্তবায়নে উপজেলা আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ঝড় বৃষ্টি উপেক্ষা প্রতিটি ভোটকেন্দ্রের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে থাকেন। এছাড়াও, নেতার নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা বিরোধীপক্ষ বিএনপি-জামায়াত ও শিবিরের আক্রমনাত্বক রক্ষচক্ষুকে উপেক্ষা করে এ ভোটযুদ্ধে জয়ের লক্ষ্যে আহার নিদ্রা ও জীবনের মায়া ত্যাগ করে ভোটযুদ্ধে লিপ্ত হয়ে বিভিন্ন চরেই অবস্থান নিয়ে নৌকার পক্ষে ভোট দিতে চরাঞ্চলবাসীকে উদ্বুদ্ধ করতে থাকেন। সবমিলিয়ে জননেতা চয়ন ইসলামের প্রতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিরংকুশ ভালোবাসা পর্যায়ক্রমে নৌকার বিজয় মালা চুড়ান্তরূপে প্রস্ফুটিত করেছে।
ফলশ্রুতিতে, জয় হয়েছে নৌকার, জয় হয়েছে জননেতা চয়ন ইসলামের, জয় হয়েছে শাহজাদপুর উপজেলা আওয়াম লীগের, জয় হয়েছে লুৎফর রহমানের! এ অসাধ্য অর্জন করা ভোটের যাদুকর জননেতা চয়ন ইসলামের পক্ষেই সম্ভব বলে সোনাতনী ইউনিয়নবাসীসহ এলাকাবাসী মনে করছেন।
নৌকার এ অভূতপূর্ব বিজয়ের বিষয়ে জানতে চাওয়া হলে জননেতা চয়ন ইসলাম বলেন, ‘এ বিজয় সোনাতনী ইউনিয়নের ১৩ ভোটকেন্দ্রে দায়িত্বপালনকালী উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ১২ কমিটির বাঘ্রশাবকদের, এ বিজয় উপজেলা আওয়ামী লীগের, এ বিজয় সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র!’
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার...
অর্থ-বাণিজ্য
বেলকুচি সহ সিরাজগঞ্জে ঈদ মার্কেট জমে উঠেছে
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ষ্টার জলসার অভিনেতা ও ভারতের প্রধানমন্ত্রীর নামে পোশাক বিক্রি হচ্ছে এবারের ঈদে...
জানা-অজানা
কবিগুরুর ভাষ্কর্য ভালে পাকুড় বৃক্ষ জন্মেছে!
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবী...
পড়াশোনা
শাহজাদপুরে ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি পাঠদানের জন্য শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর...
রাজনীতি
বেলকুচিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দ...