বুধবার, ০২ এপ্রিল ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল হাতে সাটির্ফিকেট তুলে দিচ্ছেন

মো. শামছুর রহমান শিশির : দেশের একজন সুপরিচিত সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল। সংবাদের পেছনে ছুটে চলাই যার কাজ । নেশাকে কিভাবে পেশা করা যায় বিশেষ করে কুমিল্লায় থেকে  সাংবাদিকতাকে  পেশা হিসেবে নেয়া সম্ভব একমাত্র মুন্সী কামাল আতাতুর্ক মিসেল তার প্রমাণ।

কামাল আতাতুর্ক মিসেল এর সাথে  আমার পরিচয় সেই ২০০৮ কিংবা  ৯ সালের দিকে। হাঁসি খুঁশি উচ্ছ্বল এক প্রাণবন্ত মানুষ। সে সময় ই তিনি জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় কাজ করেন। প্রথম সাক্ষাতেই যে তার সাথে খুব ভাব হয়েছিলো তা কিন্তু নয়। একজন সংবাদ কর্মী হিসেবে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুবাদে নিয়মিতই তার সাথে দেখা হতো। হতো ভাব বিনিময়। আর এর সূত্র ধরেই আবিষ্কার করলাম এই মানুষটি তো আমাদের অন্য সহকর্মীদের থেকে একটু আলাদা। ঠিক যেনো জ্বলন্ত বারুদ । তার ভিতর প্রচন্ড রকমের কী একটা জেদ। কিছু একটা করে দেখানোর, কিছু একটা প্রমাণ করার এক দুরন্ত প্রচেষ্টা।

আমিও তখন দৈনিক ইনকিলাবের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়মিতই নিউজ করে বেরাচ্ছি। ত্তই সময়ে মুন্সী কামাল আতাতুর্ক মিসেল বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের সংবাদগুলো জাতীয় দৈনিক ইনকিলাবে কাভারেজ করতেন। পত্রিকার পাতার এই ডিটার্মিনেশন ও কাজের প্রতি একাগ্রতা খুব অল্প দিনেই দেশের সংবাদপত্রের জগতে আলাদা এক পরিচিতি এনে দেয়। আর তার কাজের স্বীকৃতি দিতেও কার্পণ্য করেনি দৈনিক ইনকিলাব পরিবার। তাকে করা হয় পত্রিকাটির ভ্রাম্যমাণ সংবাদদাতা । এ দায়িত্ব যেনো তাকে আরো উসকে দেয়। দিন নেই রাত নেই তিনি বিরামহীন ছুটে বেড়াতে থাকেন বাংলাদেশের এ মাথা থেকে ওমাথা পর্যন্ত । যখনই তার সাথে দেখা  হয়  তখনই দেখি তার মাথায় ওই একই চিন্তা। কিভাবে মানুষের দোরগোড়ায় পৌছানো যায়। তার এই পথচলা যে মসৃণ ছিলো তা কিন্তু নয়। তাকে পাড়ি দিতে হয়েছে অনেক লম্বা পথ। সবকিছু পিছনে ফেলে তিনি অদম্য গতিতে ছুটে চলেছেন। নিজের প্রতি বিশ্বাস ও কঠোর পরিশ্রমই ছিলো তার মূল সম্বল। ব্যতিক্রমী চিন্তাধারায় তিনি সংবাদের খোঁজে চষে বেড়িয়েছেন দেশের ৬৪টি জেলা। এগাধারে তিনি ৬৪টি জেলার  বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার উপর  বিশেষ প্রতিবেদন দৈনিক ইনকিলাবে প্রকাশ করেছেন। তার এই অভাবনীয় সাফল্যের তাকে সামনে দিকে এগুতে সাহায্য করেছে । তার এই সাফল্যে একজন সহকর্মী হিসেবে আমি নিজেও গর্বিত। কামাল আতাতুর্ক মিসেল এর এগিয়ে চলা অব্যাহত থাকুক অনন্তের পানে। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজনে দিনব্যাপী “শিশু বিষয়ক উন্নয়ন সাংবাদিকতা” শীর্ষক এক কর্মশালা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)  এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এই সময়ে কামাল আতাতুর্ক মিসেল হাতে সাটির্ফিকেট তুলে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সাংবাদিক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল । 

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি পাকা সড়ক থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে হযরত মখদুম...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুরে  ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

অপরাধ

শাহজাদপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছ...