

মিরপুরের কাতান শাড়ি ও মণিপুরি শাড়ি উভয়ই পরিযায়ী পরিস্থিতি থেকে আমাদের এ মাটির হয়ে গেছে। তবে মণিপুরি বয়নের সঙ্গে দেশভাগের কোনো সম্পর্ক নেই। কারণ, মণিপুরিরা এখানে এসেছে ৩০০ বছর আগে। অন্যদিকে কাতান শাড়ির বয়নশিল্পীদের অভিবাসনের সঙ্গে দেশভাগের সম্পর্ক আছে। এর মূল দেশভাগের আগে, পরে ও ওই সময়ে বাংলাদেশে আসে। তারা মূলত উত্তর প্রদেশের মানুষ, বিহারি নয়। তারা এখনো চায় না বিহারি বা বাঙালিরা তাঁতে বসুক।
অন্যদিকে মনিপুরিরা কখনোই শাড়ি পরত না। এখনো পরে না। তবে তাদের ইন্নাফ থেকেই শাড়ির উৎপত্তির ধারণা করা হয়। এ শাড়ি মূলত আশির দশক থেকে বাঙালিদের উৎসাহেই বোনা শুরু হয়।
আবার যেমন টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশের কথা ধরা যাক। এর উৎপত্তি জামুর্কিতেই। এর উদ্ভাবনের নেপথ্যে আছেন স্থানীয় জনৈক মদনমোহন সাহা। তাঁর হাত ধরে ৮৫ বছর আগে এই সন্দেশ তৈরি শুরু হয়। তখন ব্রিটিশ আমলের প্রায় শেষভাগ, অর্থাৎ ১৯৪০ সাল নাগাদ শুরু হওয়া এই জামুর্কির সন্দেশ বংশপরম্পরায় টিকে আছে আট দশকের বেশি সময় ধরে। এই বিবরণ মিলছে ভৌগোলিক নির্দেশক পণ্যের জার্নালে।
মণিপুরি শাড়ি, মিরপুর কাতান শাড়ি কিংবা এই জামুর্কির সন্দেশ ছাড়াও আরও ২১টি পণ্য এবার ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকাভুক্ত হলো।
এ তালিকায় আছে অন্যান্য পণ্য হলো: সিরাজগঞ্জের গামছা ও লুঙ্গি , নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, ঢাকাই ফুটি কার্পাস তুলা, ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ, কুমিল্লার খাদি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতা বোরো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, কুমারখালীর বেডশিট, দিনাজপুরের বেদানা লিচু, মুন্সীগঞ্জের পাতক্ষীর ও নওগাঁর নাক ফজলি আম।
সদ্য স্বীকৃতি পাওয়া এই ২৪টিসহ বাংলাদেশের নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা দাঁড়াল ৫৫টি। স্মরণ করা যেতে পারে, বাংলাদেশের প্রথম নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য হলো জামদানি। ২০১৬ সালে জামদানিকে নিবন্ধিত করা হয়। ভারতে উপ্পাডা জামদানির ভৌগোলিক নির্দেশক পণ্যের জন্য আবেদন করলে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এর প্রতিবাদ জানায় এবং তখনই ভৌগোলিক নির্দেশক পণ্যের আবেদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়।
৩০ এপ্রিল বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে বিশ্ব মেধাসম্পদ দিবস ও নিবন্ধিত ভৌগোলিক নিদের্শক পণ্যের সনদ প্রদান করা হবে। শিল্পসচিব মো. ওয়ায়দুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এবার যে ২৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে আছে ৮টি বস্ত্র ও এর উপকরণ। সিরাজগঞ্জের গামছা ও লুঙ্গি আছে এই তালিকায়। জার্নালে ১৮০৯ সাল থেকে গামছা ব্যবহারের উল্লেখ থাকলেও লুঙ্গির উৎপত্তি নিয়ে তেমন কোনো বিবরণ নেই।
অন্যদিকে মণিপুরি শাড়ি মূলত মণিপুরিদের পোশাক না হলেও বাঙালিদের উৎসাহেই তারা এই শাড়ি বুনতে শুরু করে এবং বর্তমানে বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মণিপুরি শাড়ি অবশ্য বেশি দিনের উদ্ভাবন নয়। তবে লোকপ্রিয়তার নিরীখে এই শাড়ি বিশেষ গুরুত্ব বহন করে।
উল্লেখ্য, এই ফুটি কার্পাস (Gossypium arboreum) একধরনের ওয়াইল্ড ভ্যারাইটির কার্পাস তুলা। এই তুলা কেবল বাংলাদেশের ভূখণ্ডেই উৎপন্ন হয়। তাঁত বোর্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কাপাসিয়ায় গাছ খুঁজে বের করেন। বিশেষজ্ঞদের অভিমত, খাঁটি মসলিন বুনতে গেলে এই ফুটি কার্পাসের তুলাই ব্যবহার করতে হবে।

বস্ত্র ও বস্ত্রের উপাদান ছাড়াও দই, ফল, গয়না, মিষ্টিও এবারের তালিকায় স্থান করে নিয়েছে। তবে এসব স্বীকৃতির সুফল পেতে হলে পণ্যের উৎপাদন ও বিপণনে আরও কার্যকর পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। কারণ, পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক এর সনদপ্রাপ্তি নিশ্চিত করে। এর জন্য ওই পণ্য স্বীকৃতিও পায়। তবে এই স্বীকৃতি পাওয়ার পর ওই পণ্যের উৎপাদন আরও সঠিক হতে হয়। প্রয়োজন হয় যথাযথ নজরদারি। অন্যদিকে এই স্বীকৃতি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এই পণ্যের বাজারমূল্য বৃদ্ধি করে।
তবে আমাদের জার্নালগুলো এখনো বাংলায় করা। বিশেষজ্ঞদের অভিমত, আন্তর্জাতিক বাজারের সুবিধা পেতে হলে সব জার্নালকে ইংরেজি ভাষায় করে ওয়েবসাইটে দিতে হবে।
আবার মিরপুরের কাতান মূলত পরিযায়ী পরিস্থিতি থেকে আমাদের হয়ে গেছে। কাতান বেনারসিরই একটা ধরন। কাতানের মূল উদ্ভব পাকিস্তানের করাচির লালাখালে। এই বয়নশিল্পীরা ভারতভাগের সময়, এর আগে ও পরে পাকিস্তান ও বাংলাদেশে অভিবাসিত হয়। তাঁরাই বেনারসি আর কাতান বুনে থাকেন। এরা মূলত ভারতের উত্তর প্রদেশের বেনারস থেকে আসা। পরে অবশ্য বিহারি ও বাঙালিরাও বেনারসি বয়নশিল্পে সম্পৃক্ত হয়েছেন।

এবাবের ভৌগোলিক পণ্যের স্বীকৃতি পাওয়া পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকাই ফুটি কার্পাস তুলা, ফুটি কার্পাসের বীজ ও গাছ। কারণ, ১৭০ বছর আগে হারিয়ে যাওয়া ফুটি কার্পাস তুলার ভ্যারাইটি পুনরায় খুঁজে বের করে চাষ করা হয়। সেই তুলা থেকে হাতে কাটা সুতা দিয়ে সফলভাবে মসলিন বোনা হয়। এই প্রক্রিয়ায় মসলিনের পুনরুজ্জীবন সফলভাবে সম্ভব হয়েছে। তাঁত বোর্ড ক্লেশসাধ্য এই প্রকল্প বাস্তবায়ন করে। আর এ দায়িত্ব সফলভাবে পালন করেন এর প্রকল্প পরিচালক মো. আইয়ুর আলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কেবল তা–ই নয়, জার্নালের তথ্যেও বেশ ফাঁক আছে বলে আমার মনে হয়েছে। অন্তত দুটির বিষয়ে সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে। যেমন মণিপুরি শাড়ির উৎপত্তির সময়কালের উল্লেখ নেই। যেহেতু মণিপুরিরা এ শাড়ি পরে না, সুতরাং তারা এটা বুনত না। তাহলে কবে থেকে বোনা শুরু হলো? বিষয়টা অবশ্যই থাকা প্রয়োজন ছিল। আরও প্রয়োজন ছিল মোটিফগুলোর নাম উল্লেখ।

এমনকি মিরপুর কাতান বোনেন উত্তর প্রদেশের বয়নশিল্পীরা, বিহারি বা বাঙালিরা নন। আর দেশভাগ–পরবর্তী সময়ে এ শাড়ির তৈরি শুরু হয়নি। দেশভাগ মানে ভারতভাগের আগে থেকেই এই শাড়ি তৈরি শুরু হয়। এসব তথ্য একেবারে সুলভ নয়, তা নয়। বরং যেসব সূত্রের সাহায্য নেওয়া হয়েছে, সেগুলোও সম্পূর্ণ নয়। অন্তত এই দুটি পণ্যের খামতির বিষয় উল্লেখ করা হলো।
সম্পর্কিত সংবাদ

অপরাধ
শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!
শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

দিনের বিশেষ নিউজ
সিরাজগঞ্জের গামছা ও লুঙ্গিসহ নতুন ২৪ পণ্যের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি
এবার যে ২৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে আছে ৮টি বস্ত্র ও এর উপকরণ। সিরাজগঞ্জের গামছা ও লুঙ্...

নারী ও শিশু
শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা : আটক ১
সিরাজগঞ্জের শাহজাদপুরে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ঘাসের জমিতে নিয়ে ৭ বছর বয়সী ১ম শ্রণি পড়ুয়া এক শিশুকে

রাজনীতি
শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ...

দিনের বিশেষ নিউজ
মহানবী (সাঃ) কে কটুক্তিকারী আ.লীগ নেতার ফাঁসির দাবীতে শাহজাদপুরে বিক্ষোভ- সমাবেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটুক্তিকারী শাহজাদপুর উপজেলার