

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদরের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকায় নির্মিত দুটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ওই দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় মিছিলকারীরা। এ সময় তারা শ্লোগান দেয়, ‘আওয়ামী লীগের আস্তানা সয়দাবাদে হবে না’, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও এমপি প্রয়াত আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পরিবারের এক সদস্য বলেন, “প্রয়াত এমপি স্বপনের সয়দাবাদ পুনর্বাসন এলাকার তিনটি প্লটে বাসা রয়েছে। যার মধ্যে একটি একতলা ও একটি দোতলা পাঁকা বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।”
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর মারা যান হাসিবুর রহমান স্বপন। এর আগে এসব বাড়ি মেয়েদের নামে লিখে দিয়েছেন তিনি। যা ভাড়া দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা থেকে এসব বাড়ির দূরত্ব মাত্র ৫০০ মিটার। অথচ পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।
জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থানার পাশে হলেও এলাকাটি সদর থানার আওতাধীন। এ বিষয়ে সদর থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।
বিকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ করেননি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।”
সম্পর্কিত সংবাদ

আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

আন্তর্জাতিক
ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?
এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪২ মাইল।

শাহজাদপুর
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
মৃত বিপুল রামবাড়ি মহল্লার মৃত মাজেদ শেখের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

অপরাধ
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের দুই বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদরের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের

বাংলাদেশ
দেশজুড়ে শোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর আমার দেশকে বলেন, ‘প্রস্তাবিত হাসপাতালটি নিয়ে দেওয়ার মতো তথ্য এখন পর...

জাতীয়
বাংলালিংক গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বাড়ল
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক চলমান করোনা পরিস্থিতিতে প্রিপেইড গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল...