বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদরের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকায় নির্মিত দুটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ওই দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় মিছিলকারীরা। এ সময় তারা শ্লোগান দেয়, ‘আওয়ামী লীগের আস্তানা সয়দাবাদে হবে না’, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও এমপি প্রয়াত আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পরিবারের এক সদস্য বলেন, “প্রয়াত এমপি স্বপনের সয়দাবাদ পুনর্বাসন এলাকার তিনটি প্লটে বাসা রয়েছে। যার মধ্যে একটি একতলা ও একটি দোতলা পাঁকা বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।”

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর মারা যান হাসিবুর রহমান স্বপন। এর আগে এসব বাড়ি মেয়েদের নামে লিখে দিয়েছেন তিনি। যা ভাড়া দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা থেকে এসব বাড়ির দূরত্ব মাত্র ৫০০ মিটার। অথচ পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থানার পাশে হলেও এলাকাটি সদর থানার আওতাধীন। এ বিষয়ে সদর থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।

বিকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ করেননি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।”

সম্পর্কিত সংবাদ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অপরাধ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবালের...

শাহজাদপুরে অবৈধ গ্রাম্য শালিশের বাদীকেই আড়াই লাখ টাকা জরিমানা

অপরাধ

শাহজাদপুরে অবৈধ গ্রাম্য শালিশের বাদীকেই আড়াই লাখ টাকা জরিমানা

ইয়াছিনের আর্তনাদ -আইনের আশ্রয় নিতে চাইলেও প্রধানবর্গ আমাকে থানায় যেতে দেননি। গরীব অসহায়দের বিচার এমনই হয়! কার কাছে বিচার...

'বঙ্গবন্ধু'কে অবমাননা করা বাংলাদেশকে অস্বীকার করার সামিল' - প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ

জাতীয়

'বঙ্গবন্ধু'কে অবমাননা করা বাংলাদেশকে অস্বীকার করার সামিল' - প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে রবীন্দ্র বি...

বঙ্গবন্ধু শিল্পনগরের উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জাতীয়

বঙ্গবন্ধু শিল্পনগরের উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দৃঢ় সংকল্পকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...