

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালদহ-ছিন্নারচর কাঁচা সড়কের ঝুকিপূর্ণ মাজনাবাড়ি ব্রীজ শুক্রবার রাতে প্রবল বন্যার পানির চাপে ভেঙ্গে বিলিন হয়ে গেছে। অপরদিকে মাজনাবাড়ি-চরগিরিশ সড়কের রাজ্জাক মাস্টারের বাড়ির সামনের ব্রীজের এক পাশের সংযোগ সড়কের ২০ ফুট এলাকা ধসে গেছে। ফলে এ দু‘টি সড়ক দিয়ে ওই এলাকার অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। ধসে যাওয়া সড়কের ভাঙ্গণ ঠেকাতে ইতোমধ্যেই পানিউন্নয়ন বোর্ড বালু ভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে।
এ বিষয়ে ওই গ্রামের আব্দুল আওয়াল, লেবু সরকার, বিটল সরকার, জহুরুল ইসলাম ও ফরিদুল ইসলাম বলেন,চোখের মামনে দেখতে দেখতে মাজনাবাড়ি ব্রীজটি বন্যার পানির চাপে ভেঙ্গে বিলিন হয়ে গেল। আমাদের দাড়ি দেখা আর আহাজারি ছাড়া আর কোন কিছু করার উপায় ছিল না। তারা আরো বলেন,রাজ্জাক মাস্টারের বাড়ির সামনের ব্রীজটির বাঁকি অংশও যে কোন মূহুর্তে ধসে যেতে পারে। এ সড়কটির সম্পূর্ণ অংশ ধসে গেলে মাজনাবাড়ি, চরছিন্না, চরগিরিশ, ভেটুয়া, ছালাল, শালদহ বাজার, পুরাতন বাজার পর্যন্ত সড়ক বন্যার পানির চাপে ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
অপরদিকে কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া রক্ষা বাঁধের হেড পয়েন্টের প্রায় ১৫০ ফুট এলাকা শুক্রবার ধসে গেছে। খবর পেয়ে সিরাজগঞ্জ পানি উন্নন বোর্ড ভাঙ্গণ এলাকায় বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা শুরু করেছে। এ বাঁধে ধস দেখা দেওয়ায় এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছে। এ ছাড়া চরগিরিশ ইউনিয়নের চরডগলাস ও পীরেরচর সেতু যেকোন মূহুর্তে ধসে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলার এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামছুল বারি জানান, ওই সড়কের একটি এলজিইডির একটি ব্রীজের আংশিক ধসে গেছে। এছাড়া ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত একটি ব্রীজ বন্যার পানির চাপে সম্পূর্ণ বিলিন হয়ে গেছে বলে খবর পেয়েছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া রক্ষা বাঁধের ধসে যাওয়া অংশে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলে ওই এলাকা ঝুকিমুক্ত করা হয়েছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পানি পরিমাপক আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৫ উপজেলার প্রায় ৪০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। তাদের মধ্যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।
সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়ন...

জাতীয়
বসন্তের আগমনী বার্তা পরিবর্তনের আভাস
“হে কবি , নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” সত্যিই ফুঠে উঠেছে আজ কবি সুফিয়া কামালের...

শাহজাদপুর
শাহজাদপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গাল...

জাতীয়
কানাডায় নতুন হাই কমিশনার শাহজাদপুরের সন্তান ড.খলিলুর রহমান
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার (১৬ আগস্ট)...

আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

অপরাধ
এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের এনায়েতপুরে সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাককে (৫৬)...