গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লায় ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন করছে তাদের পরিবার।
তারা হলেন দ্বারিয়াপুর মহল্লার মোঃ দুলাল সরকারের পুত্র মোঃ ফাইমান সরকার,মোঃ সাইফান সরকার, মোছাঃ ইকরা ও ইলমা ।
জানা যায়, শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর ট্যাক পাড়া মহল্লার মৃত আলহাজ্ব মনিরুদ্দিন সরকার (মনি মেম্বার) এর ছেলে ব্যবসায়ী ইকবাল হোসেন দুলাল ও শাপলা খাতুন দম্পতির জমজ ৪ সন্তান।
গতবছর ১৫ই আগষ্ট ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে দুলাল ও শাপলা দম্পতির ঘরে জন্ম গ্রহন করে জমজ দুই ছেলে ও দুই মেয়ে। একই সাথে ৪ জমজ শিশুর জন্ম অস্বাভাবিক হলেও তারা জন্মের পর থেকেই সুস্থ রয়েছে জমজ সন্তানদের বাবা ইকবাল হোসেন দুলাল জানান, ১৫ই আগষ্ট আমার সন্তানদের জন্মদিন হলেও একই দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটি জাতীয় শোক দিবস হওয়ায় আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের ওপর শ্রদ্ধা রেখে আজ ১৬ই আগষ্ট সন্তানদের জন্মদিন পালন করেছি।
গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লায় ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন করছে তাদের পরিবার।
তারা হলেন দ্বারিয়াপুর মহল্লার মোঃ দুলাল সরকারের পুত্র মোঃ ফাইমান সরকার,মোঃ সাইফান সরকার, মোছাঃ ইকরা ও ইলমা ।
জানা যায়, শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর ট্যাক পাড়া মহল্লার মৃত আলহাজ্ব মনিরুদ্দিন সরকার (মনি মেম্বার) এর ছেলে ব্যবসায়ী ইকবাল হোসেন দুলাল ও শাপলা খাতুন দম্পতির জমজ ৪ সন্তান।
গতবছর ১৫ই আগষ্ট ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে দুলাল ও শাপলা দম্পতির ঘরে জন্ম গ্রহন করে জমজ দুই ছেলে ও দুই মেয়ে। একই সাথে ৪ জমজ শিশুর জন্ম অস্বাভাবিক হলেও তারা জন্মের পর থেকেই সুস্থ রয়েছে জমজ সন্তানদের বাবা ইকবাল হোসেন দুলাল জানান, ১৫ই আগষ্ট আমার সন্তানদের জন্মদিন হলেও একই দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটি জাতীয় শোক দিবস হওয়ায় আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের ওপর শ্রদ্ধা রেখে আজ ১৬ই আগষ্ট সন্তানদের জন্মদিন পালন করেছি।