শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শাহজাদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার(৪এপ্রিল) সকালে শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শাহজাদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার(৪এপ্রিল) সকালে শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা এবি পার্টির আহবায়ক আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত টুটুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, সদস্য সচিব পারভেজ হোসেনসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ার সাদাত টুটুল বলেন, বাংলাদেশের প্রথাগত রাজনৈতিক দল এবং এর নেতারা কেবল সমস্যা সংকট তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তাদের কোন পরিকল্পনা তাদের নেই। এদিকে এবি পার্টির মূল লক্ষ্য হচ্ছে সমস্যা এবং সংকট নির্ধারণ করে সেসবের সমাধানের পথ বাতলে দেয়া। তাই প্রথাগত রাজনীতির সাথে এবি পার্টির পার্থক্য এখানেই বলেন টুটুল।

এ মতবিনিময় সভায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটল, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।