সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর সংলগ্ন বড়াল নদীতে একটি নৌকা খুঁজতে গিয় তলিয়ে যান আব্দুল মজিদ সরকার (৪৫) । নিখোঁজের ৭ ঘটা পর ডুবরীর দল তার লাশ উদ্ধার করেছে ।
এলাকাবাসী জানায়, ৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১ টার দিকে উপজলার নুকালী গ্রামের আবু হানিফের ছেলে আব্দুল মজিদ বড়াল নদীত ডুবে যাওয়া একটি বালির নৌকা উদ্ধার করতে যায় । এ সময় সে পানিতে তলিয়ে যায় । শাহজাদপুর ফায়ার ষ্টেশনের একটি দল দিনভর নদীতে তার সন্ধান চালায় । বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত ডুবুরির দল বড়াল নদীতে নেমে তার লাশ উদ্ধারে অভিযান চালায় । পরে ডুবে যাওয়া নৌকার ভিতর থেকে তারা নিহতের লাশ উদ্ধার করতে সক্ষম হয় ।
রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী জুয়েল রানা জানান, নিহত মজিদ নৌকা উদ্ধার করতে গিয়ে সে আর পানি থেকে উঠতে না পেরে মারা যায়। বড়ালের প্রায় ৪০ ফুট গভীর পানির নীচ থেকে তাকে উদ্ধার করা হয় । এদিকে লাশ পানি থেকে উদ্ধারের সময় শতশত মানুষ নদীর পাড়ে ভীড় জমায় । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, নৌকা উদ্ধার করতে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে।