ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শিশু নিহত হয়েছে।
বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ডে। নিহত শিশু হোসাইন সরদার সরিষাকোল গ্রামের গরু ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বারের ছেলে ও স্থানীয় সানরাইজ মডেল একাডেমীর নার্সারি শ্রেণীর ছাত্র।
জানা যায়, নিহত শিশু হোসাইন পার্শ্ববর্তী কায়েমপুর গ্রামে জালসা দেখে বাড়ি ফেরার পথে সরিষাকোল বাসস্ট্যান্ডে এলাকার মহাসড়ক অতিক্রম করার সময় ঘাতক হাইস মাইক্রোবাসটি (পাবনা- হ ১১-০০৭৭) তাকে সজোরে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পরে। এসময় মাইক্রোবাসটি না থামিয়ে শিশুটির উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় জনতা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পৌর শহরের পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় তালগাছি বাসস্ট্যান্ডে স্থানীয়রা গতিরোধ করে আটক করে।
এই বিষয়ে পিপিডি ট্রাস্ট হাসপাতালের ম্যানেজার কাজী হেরেম বলেন, শিশুটিকে আমাদের এখানে আনার পর মেডিকেল অফিসার পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় একটি নিয়মিত মামলা করেছে। চালককে আটক করা যায়নি তবে ঘাতক হাইস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে । পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।