রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ্ আজম
সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত বৃহস্পতিবার আমরণ অনশনের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ্ আজম। ব্যাক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে গতবৃহস্পতিবার(২২ আগস্ট) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্যর নিকট পদত্যাগপত্র প্রেরণ করেছেন।এবং পদত্যাগপত্রে তিনি পূর্বের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করার কথা উল্লেখ করেছেন। প্রফেসর ড. মো. শাহ আজম ২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে উপাচার্য হিসাবে দ্বায়ীত্ব পালন করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফিরোজ আহমেদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে এর আগে ভিসির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহজাদপুর পৌর সদরের কান্দাপাড়াস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের অফিসের সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে আমরণ অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ভিসির পদত্যাগের খবর শুনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা।