শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

নিহত আছিয়া খাতুন উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামে মনছুর রহমানের স্ত্রী ও আলিমুদ্দিন প্রামাণিকের মেয়ে। ঘটনাটি মঙ্গলবার(৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঘটে। এবং থানা পুলিশকে না জানিয়ে নিহতের লাশ তড়িঘড়ি করে দাফনের অভিযোগ উঠেছে। 

সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের ছবি তুলতে চাইলে তাতেও বাঁধা প্রদান করা হয়েছে। নিহত আছিয়া খাতুন সাঁতার কাটতে জানলেও মৃগী রোগী হওয়ায় স্বল্প পানির ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে বলে তার স্বজনদের দাবী।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার(৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে পাতা কুড়াতে গিয়ে ডোবায় পড়ে যায় আছিয়া। এ সময় তার শিশুকন্যা মাহি (৫) চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক গোপালকে দিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে। এতে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।  

ডোবায় পরে মৃত্যুর বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি অবগত নন বলে জানান।

অপরদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশারের কাছে জানান, বিষয়টি জানতে পেরেছি এবং বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে খবর নেয়া হচ্ছে।