শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ শাহজাদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অনেকে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এবং অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ও ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা শাহজাদপুর সরকারি কলেজ মসজিদে সরকার ঘোষিত নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া শেষে শাহজাদপুরের সর্বসাধারণের আয়োজনে কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে মুসলিম তৌহিদি জনতারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং  সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।