শাহজাদপুরে ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনা উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ৮১টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনা উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ৮১টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪মার্চ) উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী-ডেমরা রোড় সংলগ্ন জায়গায় আশ্রায়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এ গৃহ নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা, ওসি অপারেশন আব্দুল মজিদ, সহকারী প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ।