সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন এর কাদাই বাদলা আব্দুল হামিদ দাখিল মাদ্রাসার সুপার মোঃআব্দুল মালেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তার অপসারণ দাবিতে বৃহস্পতিবার (১৭নভেম্বর) সকালে বিক্ষোভ ওপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।।
মাদ্রাসার পাশেএকটি বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে এলাকার কিছু ব্যবসায়ি কাদাই বাদলা আব্দুল হামিদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দোকান বসালে অত্র মাদ্রাসার সুপার মোঃআব্দুল মালেকের নির্দেশে মাদ্রাসার পক্ষ থেকে দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় করে এরই বিরুদ্ধে এলাকাবাসী ওমাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করেএবংমাদ্রাসার সুপার মোঃআব্দুল মালেকের অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিজানায়।
পরবর্তীতে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন এবং সামগ্রিক বিষয় অবগত হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসদেন।