শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৫ নভেম্বর) সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৫ নভেম্বর) সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালীর, জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এরপর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার মারুফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খাতুন প্রমুখ।

আলোচনা সভার শেষে ১৭টি সমবায় সংগঠনকে পুরষ্কৃত করা হয়।