শাহজাদপুরে খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।

‘খাদ্যদ্রব্যের দাম কমাও, মানুষ বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে শাহজাদপুরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় যুব জোট শাহজাদপুর উপজেলা শাখা। 

শনিবার (১২ মার্চ ) বিকেলে এ দাবীতে স্থানীয় জাসদ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার গুরুপত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মণিরামপুর বাজারের বটেশ্বর ভবনের সামনে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, উপজেলা জাসদ’র সহ-সভাপতি হিল্টন আল মাজী, পৌর জাসদ’র সাধারন সম্পাদক জাহিদ হাসান ঝংকার, উপজেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি ইব্রাহিম খলিল রাশেদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর যুব জোট নেতা মেহেদি হাসান লিটন প্রমূখ। 

বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।