নির্বাচনের আগের দিন ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাইদুল ইসলাম (৩৭) নামের একজন ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ সাইদুল ইসলাম (৩৭) নামের একজন ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

সাইদুল ইসলাম নরিনা দক্ষিণ পাড়ার মৃত আজিজুল হক সর্দারের পুত্র ও ১নং ওয়ার্ডের মোড়গ মার্কা প্রতিকের প্রার্থী। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

জানা যায়, শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে সাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হ‌বে। এই নির্বাচনে উপজেলার ১২নং নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়গ মার্কা প্রতিকে নির্বাচন অংশ নিয়েছিলেন সাইদুল ইসলাম।