তাড়াশে ইউপি চেয়ারম্যান বাকী সাময়ীক বরখাস্ত

গত ১৮ আগস্ট বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়।

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ত ১৮ আগস্ট বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়। 

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সাময়িক বরখাস্তর প্রজ্ঞাপনে বলা হয়,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে সগুনা ইউনিয়নের শিউলী, ছকিনা, হালিমা, নাজমা ও শাহনাজ সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন। এ নিয়ে অভিযোগ উঠলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত করা হয়। এ তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী বলেন,বিষয়টি শুনেছি। কিন্তু এখনও এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাইনি। চিঠি হাতে পেলেই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।