রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তারের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার বার্ধক্য জনিত অসুস্থতায় আজ সোমবার ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার বার্ধক্য জনিত অসুস্থতায় আজ সোমবার ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী,  এক ছেলে ও  ৩ মেয়ে সহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে আগনুকালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে  একদল চৌকস পুলিশ বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে। 

পরে আগনুকালী গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। এসময়  মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও আত্মীয়-স্বজন পাড়াপ্রতিবেশি- শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন।