শাহজাদপুরে যুবলীগ নেতা দিনারের বাবার ইন্তেকাল

শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনারের পিতা মোঃ আজিজুল হক বাবু রাত্রী ১.৩০ মিনিটে ইন্তিকাল করিয়াছেন (ইন্না লিল্লাহে ওইন্নালিল্লাহে রাজিন) ।

শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনারের পিতা মোঃ আজিজুল হক বাবু রাত্রী ১.৩০ মিনিটে ইন্তিকাল করিয়াছেন (ইন্না লিল্লাহে ওইন্নালিল্লাহে রাজিঊন) । 

বাদ যোহর হযরত মখদুম শাহদৌলা (রহঃ) এর মাজার ও মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা হয়। 

আশিকুল হক দিনার ফেইসবুক এ তার বাক্তিগত আইডি থেকে তার বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

গতকাল তিনি তার ফেইসবুক এ জানিয়েছিলেন 

"আমার বাবা করনা পজেটিভ, খুবই অসুস্হ্য।

বাবার সুস্হ্যতার জন্য সবার কাছে দোয়ার প্রার্থনা রইলো"

তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছনে।