শাহজাদপুরে ২টি গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২টি গাঁজা গাছসহ রফিকুল ইসলাম নামের একজন গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২টি গাঁজা গাছসহ রফিকুল ইসলাম নামের একজন গাঁজা চাষীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত মোঃ রফিকুল ইসলাম(৪৫) উপজেলার বেনোটিয়া গ্রামের মোঃ বাহের আলীর ছেলে এবং গুপিনাথপুর গ্রামের মোঃ লোকমান হোসেন এর জামাতা।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার(৯জুলাই) ভোরে উপ-পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুপিনাথপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রফিকুল ইসলামের শশুড়বাড়ী এলাকায় গুপিনাথপুর বসত বাড়ীর আঙ্গিনায় হইতে রোপনকৃত মাদকদ্রব্য গাঁজার ২টি কাঁচা গাছ (ওজন ১১ কেজি ৮০০ গ্রাম) সহ রফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর করিয়া তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।