কাজিপুরে করোনায় আক্রান্তদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার ৮-জুলাই সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার জানান, দেশে চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এবং প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি ‘র সহযোগিতায় কাজিপুর উপজেলায় করোনা আক্রান্তদের বাড়িতে জরুরি মানবিক সহায়তা ও এমপি’র শুভেচ্ছা পৌঁছে দিচ্ছে কাজিপুর উপজেলা যুবলীগের সদস্যরা।
এসময় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম জানান, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা সংগঠনের নেতাকর্মীরা সতস্ফুর্তভাবে দুর্যোগ পিড়িত পরিবারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নন্দিত জননেতা প্রয়াত মোহাম্মাদ নাসিমের কাজিপুরে কোন মানুষ যেন অসহায় হয়ে না পড়ে সে লক্ষ্যে নিবেদিত আছি।
মানবিক সহায়তার মধ্যে রয়েছে আক্রান্ত প্রতি পরিবারে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, মাল্টা ২ কেজি, লেবু ২০ পিস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান।
সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে রয়েছেন, কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক পারভেজ তালুকদার, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসাদ শেখ এবং শাওন প্রমূখ।