সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনী পেশার ৬১০ জন মানুষের মাঝে খাদ্যের সহায়তা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পিয়াজ, লাবন, চিনি, তেল রয়েছে। সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক। তিনি বলেন, লকডাউনে থাকা পুরো পরিবারকে সরকারের পক্ষে সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। সাবান দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, যমুনা ব্যাংক লিঃ সিরাজগঞ্জ ব্র্যাঞ্চের এভিপি এন্ড ম্যানেজার মোঃ আব্দুল মান্নান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডীয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।