সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

প্রথম দফার সাতদিনের কঠোর ‘লকডাউনে’ সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়াসহ বিভিন্ন অভিযোগে করা ৭৭৪টি মামলায় ৯৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরের দিকে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে থাকা) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে ৭৭৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৯৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে মোট তিন লাখ ৯৪ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।