শাহজাদপুরে ২‘শ মিটার সড়কে অভাবে হাজার মানুষের দুর্ভোগ!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়া গ্রামের মাত্র ২শ মিটার সড়কের অভাবে বন্যা হলেই প্রায় ৪ থেকে ৫ মাস ৫শ মুসুল্লিসহ ২৫শ মানুষের চড়ম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়া গ্রামের মাত্র ২শ মিটার সড়কের অভাবে বন্যা হলেই  প্রায় ৪ থেকে ৫ মাস  ৫শ মুসুল্লিসহ ২৫শ মানুষের চড়ম দূর্ভোগ পোহাতে হচ্ছে।  গ্রামীণ জনপদের সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ যাতায়াত করে থাকে।

উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়া গ্রামের একটিমাত্র জামিরতা পূর্বপাড়া হযরত বেলাল(রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ রয়েছে। হাফিজিয়া মাদ্রাসায় প্রায় ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন শিক্ষার্থী দুঃস্থ এতিম ও অসহায় শিক্ষার্থী পড়াশুনা করছে। এছাড়া এই একটি সড়কের অভাবে মুসুল্লিদের মসজিদে যাওয়া বিঘ্ন হচ্ছে।

এলাকাবাসী জানান, আমাদের মসজিদের যাতায়াতের এই একটি সড়কে বন্যার পানি আসলেই আমরা মসজিদে যেতে পারি না মাদ্রাসাটিও বন্ধ থাকে এই কারনে ছোট ছেলে মেয়ে বন্যাকালীন সময় পড়াশুনা করতে পারে না।

 এ ব্যাপারে মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তাফা বলেন, আমাদের পুরো গ্রামবাসির এই একটি মাত্র মসজিদ এবং মাদ্রাসা করা হয়েছে। কিন্তু, একটু বৃষ্টি ও বন্যা হলেই প্রায় ৪-৫ মাস মুসুল্লিরা নামাজে আসতে পারেনা এবং বেশি বন্যা হলেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। তাই যদি স্থানীয় সরকার বা ব্যাক্তিগত ভাবে হোক সড়কটি করে দিলে অন্তত মুসলমানদের ধর্মীয় কাজ ইবাদত করতে পারবে।

এ ব্যাপরে পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবু জানান, জনগণের দূর্ভোগ বিষয়টি আমার নজরে এসেছে। আমি খুব দ্রুত এই দূর্ভোগ লাঘবের চেষ্টা করবো।