শাহজাদপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বৃহস্পতিবার (১ই জুলাই) পৌর সদরে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন-২০১৮) এর আওতায় ৬ টি মামলা করে ১৪,০০০(চৌদ্দ হাজার) টাকা এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ছবিঃ শাহজাদপুর সংবাদ ডটকম

করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্য কারী ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার (১ই জুলাই) পৌর সদরে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন-২০১৮) এর আওতায় ৬ টি মামলা করে ১৪,০০০(চৌদ্দ হাজার) টাকা এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানতে মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। তবে আমাদের মূল উদ্দেশ্য জরিমানা নয়, আমরা সংক্রমণ কমাতে মানুষকে সচেতন করতেই অভিযান চালাচ্ছি। সরকারের এই কঠোর লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ অভিযান অব্যাহত থাকবে। শাহজাদপুরবাসীকে স্বাস্থ্যবিধি মানতে ও বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।