শাহজাদপুরে ডিজিটাল ওয়েবসাইট উদ্ভোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর, সিরাজগঞ্জঃ গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ডিজিটাল ওয়েবসাইট ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নেছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল ওয়েবসাইট ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর মোস্তফা আলী, পৌর আওয়ামিলীগের সভাপতি আঃরহিম, সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম শাহু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ কাজল, সাধারন সম্পাদক মোঃ ইসলাম আলী, বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রাসেল শেখ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ডিজিটাল ওয়েবসাইটের উদ্ভোধন করা হয়। পরে ইফতারপুর্বে দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।