শাহজাদপুর সংবাদঃ আজ ২৭ শেজুলাই, ২৮রমজান রোজ রবিবার শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে ২০০০ ব্যাচের সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। স্থান: সুইটড্রীম রেষ্টুরেন্ট, বিসিক বাসষ্ট্যান্ড, শাহজাদপুর। ইফতারমাহফিল : ৬:৪০মিনিট। বিস্তারিত জানতে মোঃ রাশিদুল হক খান (রাসু), মোবাইল # ০১৭১২ ৫৭ ৪১ ৫৫।